Can't find our books? Click here!
দি নলেজ ইলিউশন

দি নলেজ ইলিউশন

হোয়াই উই নেভার থিংক এলোন

hi HyperSpace! হয়তো ভালো আছেন। যদিও একবারে মলিকিউলার লেভেল থেকে ভালো থাকা যায়না। যাক, আমরা এরই মধ্যে অত্যন্ত ক্ষুদ্র একটি কাজ করেছি। আমরা কলোরাডো ইউনিভার্সিটির পিলিফ ফার্নব্যাক এবং স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির স্টিভেন স্লোম্যানের লেখা যুগান্তকারী একটি গ্রন্থ অনুবাদ করে ফেলেছি। বইটির নাম “The Knowledge Illusion: Why we Never Think Alone”! বইটি লেখার পেছনে মূলত শতাধিক ব্যক্তি কাজ করেছেন বলে জানা যায়। বিভিন্ন গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে গোল টেবিল বৈঠকের মাধ্যমে প্রতিটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর এজন্য গ্রন্থের লেখকরা বলেছেন, আমাদের পূর্বসূরিরা যেমন দলবদ্ধভাবে শিকার করতো ঠিক তেমনি এ বইটিও দলবদ্ধ প্রচেষ্টার ফলাফল, এখানে একক ব্যক্তির কোন অবদান নেই, একক ব্যক্তির অবদান শুধু এতটুকু যে তারা এক্ষেত্রে অন্যদের চেয়ে একটু বিশেষ সময়,শক্তি ও মেধা বিনিয়োগ করেছে, এটাকে তারা ভিন্ন একটি মাত্রা দিয়েছেন । আমরা বিশাল এ বইটির প্রথম ভাগ ( যদিও সংক্ষিপ্ত আকারে) প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। আগ্রহীরা চাইলে এখান থেকে আমাদের অনুবাদ ( ভাবানুবাদ) করা লেখাগুলো পড়ে দেখতে পারেন। একটা কথা বলে রাখা ভালো যে, বইটি অনুবাদ করার সময় আমরা আমাদের সায়েন্টিফিক জ্ঞানের স্বাধীনতা ব্যবহার করেছি। হ্যাপি রিডিং।