Can't find our books? Click here!

ডোপামিন: দ্য মলিকিউল অব মোর

ডেনিয়েল লিবারম্যান ও মাইকেল লং, অনুবাদ: এ এইচ লিহন

নিচের দিকে তাকান। কী দেখছেন? আপনার হাত, আপনার ডেস্ক, ফ্লোর এবং সম্ভবত এক কাপ কফি অথবা একটি ল্যাপটপ অথবা  নিউজপেপার। তাদের মধ্যে কমন কিছু আছে? একটি বিষয়ই এই বস্তুগুলোর মধ্যে কমন আর তা হলো এগুলো স্পর্শ করা যায়।

আপনি নিচের দিকে তাকানোর পর যা কিছু দেখছেন সবকিছু আপনার হাতের নাগালের মধ্যে। যে সব বস্তু এখন ও এই মুহূর্তে আপনার সামনে উপস্থিত, সে সব বস্তুগুলোকে আপনি কোনো পরিকল্পনা, পরিশ্রম অথবা চিন্তা ছাড়াই ম্যানিপুলেট করতে পারেন। এটি আপনার কাজের ফলাফল হতে পারে, অন্য কারও সহানুভূতি হতে পারে অথবা সাধারণ সোভাগ্য। আপনি নিচের দিকে তাকানোর পর এই মুহূর্তে ও এখানে যা কিছু দেখছেন সবকিছুই আপনার।

উপরের দিকে তাকান। কী দেখছেন আপনি? সিলিঙ, দেয়ালে টাঙানো কোনো ছবি, অথবা জানলার বাহিরের বস্তুগুলো: গাছ, স্থাপত্য, আকাশের মেঘ___ যা কিছু আপনার থেকে দূরে অবস্থান করে। এই সকল দূরের বস্তুগুলোর মধ্যে কোন বিষয়টি কমন বা সাধারণ? সেগুলোর কাছে পৌঁছানোর জন্য আপনাকে পরিকল্পনা, চিন্তা ও গননা করতে হয়। যদি এটি খুব ক্ষুদ্রও হয়  তারপরও আপনার সুসংগত পরিশ্রম প্রয়োজন। নিচের রিয়েল্মের তুলনায় উপরের রিয়েল্ম সম্পূর্ণ আলাদা। নিচের রিয়েল্মে যেতে আমাদের চিন্তা বা কাজ করতে হয় না যেমন: আমার হাতের নিচে বসে থাকা কি-বোর্ডটি টাচ করার জন্য আমাকে চিন্তা ও কাজ করতে হচ্ছে না কিন্তু উপরের রিয়েল্মে যেতে চিন্তা ও কাজ করতে হয়। আপনার কাছে এই কথাগুলো শুনতে অনেক সরল মনে হলেও মস্তিষ্ক এই দুটোর মধ্যে তারতম্য করতে গিয়ে সম্পূর্ন ভিন্ন দুটি চিন্তার পদ্ধতি উন্নত করেছে__ চূড়ান্তভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য দুটি ভিন্ন উপায়।

আপনার মস্তিষ্কে ডাউন ওয়ার্ল্ড পরিচালিত হয় কিছু সুনির্দিষ্ট কেমিক্যাল দ্বারা। এগুলো হলো সে সকল নিউরোট্র্যান্সমিটার যেগুলো আপনাকে সন্তুষ্টির অভিজ্ঞতা এবং এখন ও এই মুহূর্তে (Here and Now) যা কিছু আছে সেগুলো উপভোগ করার অনুমোদন প্রদান করে। কিন্তু যখনই আপনি উপরের বিশ্বে আপনার মনোযোগ সরাবেন, আপনার মস্তিষ্ক ভিন্ন কেমিক্যালের ওপর নির্ভর করবে__ এটি একটি সিঙ্গেল মলিকিউল__ এটি শুধুমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্টের নিচের ওয়ার্ল্ড রিয়েল্মের ঊর্ধ্বে যেতেই আপনাকে অনুমোদন প্রদান করে না, এটি আপনাকে সে জগত অনুসন্ধান, নিয়ন্ত্রণ ও শাসন করার জন্য অনুপ্রাণিত করে যা আপনার ইমিডিয়েড উপলব্ধির ওপারে।

এটি আপনাকে সে সকল বিষয় অনুসন্ধান করতে পরিচালিত করে যেগুলো অনেক দূরে, এগুলো ভৌত পদার্থ হতে পারে এগুলো হতে পারে  ডার্ক ম্যাটার, জ্ঞান, ভালোবাসা ও ক্ষমতার মতো অদৃশ্য পদার্থ যা আপনি দেখতে অথবা স্পর্শ করতে পারেন না। আপনার পড়ার টেবিলের অপর প্রান্তে বসে থাকা একটি ক্যালকুলেটর হোক অথবা স্পেসসিপে উড়ে চন্দ্রে আরোহন করা হোক অথবা হোক স্পেস ও টাইমের সীমারেখা ছাড়িয়ে বিস্তারিত ঈশ্বর অথবা মেটা মহাবিশ্ব, প্রতিটি ডিস্টেন্স বা দূরত্বের ক্ষেত্রেই এই কেমিক্যালই আমাদের নির্দেশনা প্রদান করে। এটি হতে পারে জিওগ্রাফিক্যাল অথবা  ইন্টেলেকচুয়াল (আপনি থিওরি অব রিল্যাটিভিটির সাথে সম্পৃক্ত গণিত জানেন না, অতএব এটি আপনার ইন্টেলেকচুয়াল ডিস্টেন্সে অবস্থান করছে)।

ডাউন বা নিচের কেমিক্যালকে বলা হয় “হেয়ার অ্যান্ড নাউ_ এটি আপনাকে আপনার কাছের রিয়েল্মের অভিজ্ঞতা প্রদান করে। তারা আপনাকে এখন ও এই মুহূর্তের বাস্তবতার স্বাদ নিতে এবং উপভোগ করতে সক্ষম করে তোলে, এই কেমিক্যাল আপনাকে যুদ্ধ করতে এবং সিংহের উপস্থিতিতে পালিয়ে যেতে সাহায্য করে।

আপ বা উপরের কেমিক্যাল ভিন্ন। এটি আপনার মধ্যে সেই আকাঙ্ক্ষা তৈরি করে যা আপনার এখনো নেই, এটি আপনাকে নতুন কিছু করার জন্য অনুপ্রাণিত করে। এটি আপনাকে তখন পুরস্কৃত করে যখন আপনি এটাকে মেনে চলেন, আর তখন দুঃখ দেয় যখন আপনি তাকে অমান্য করেন। এটি আপনার সৃষ্টিশীলতার উৎস, আর এটাই আপনার মধ্যে উন্মাদনার স্পেক্ট্রাম তৈরি করে: এটি অ্যাডিকশনের মূল চাবিকাঠি আর এটাই আপনার পুনরূদ্ধারের একমাত্র পথ; এটি হলো বায়োলজির একটি বিট যেটি একজন উচ্চবিলাসী এক্সিকিউটিভকে তার সফলতার জন্য সবকিছু উৎসর্গ করতে বাধ্য করে,  একজন সফল অভিনেতা ও উদ্যোক্তা তাদের স্বপ্নের  সর্বোচ্চ অর্থ ও সুনাম অর্জনের পরও এটি তাদের আরও দীর্ঘ সময় কাজ করে সম্পদ বৃদ্ধি করতে বলপ্রয়োগ করে; এটি সন্তুষ্ট স্ত্রী ও পুরুষকে অন্য কারও সাথে সম্পর্ক করার জন্য থ্রিল তৈরি করে। এটি অনস্বীকার্য উস্কানীর উৎস যেটি বিজ্ঞানীদের এক্সপ্লেইনেশন খুঁজে পেতে এবং দার্শনিকদের শৃঙ্খলা, যুক্তি ও অর্থের দিকে ড্রাইভ করে। এজন্যই আমরা মুক্তি ও ঈশ্বরের জন্য মহাকাশের দিকে তাকাই, আর এজন্যই স্বর্গ উপরে ও পৃথিবী  নিচে অবস্থান করে।  

ডোপামিন:দ্য মলিকিউল অব মোর

এটি আমাদের স্বপ্নের মোটর চালনার জন্য ফুয়েল; এটি আমাদের ব্যর্থতার পর হতাশার উৎস। এজন্যই আমরা অনুসন্ধান করি; এজন্যই আমরা আবিষ্কার ও উন্নতি করি। আর এজন্যই আমরা দীর্ঘ সময়ের জন্য সুখী নই। আপনার মস্তিষ্কের কাছে এই স্বতন্ত্র মলিকিউল হলো আল্টিম্যাট মাল্টিপারপাস ডিভাইস, এটি আমাদের হাজার হাজার নিউরোকেমিক্যাল প্রসেসের ভেতর দিয়ে তাড়িত করে, এটি আমাদের জৈবিক সুখের ঊর্ধ্বে অন্য একটি আনন্দের জগতে নিয়ে যায়, মহাবিশ্বের পসিবিলিটি এক্সপ্লোর করতে যা আসে যখন আমরা কল্পনা করি। স্তন্যপায়ী, সরিসৃপ পাখি ও মাছ সবার মস্তিষ্কেই এই কেমিক্যাল আছে কিন্তু মানুষের মস্তিষ্কের চেয়ে বেশি এটি কারও মস্তিষ্কেই নেই। এটি অভিশাপ, এটিই আশীর্বাদ। এটি মোটিভেশন এবং এটি রিওয়্যার্ড। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং একটি স্বতন্ত্র নাইট্রোজেন__এটি গঠনের দিক থেকে খুবই সরল এবং ফলাফলের দিক থেকে খুবই জটিল। এটাই ডোপামিন, মানব আচরণের গল্পের চেয়ে এটি কোনো অংশেই নয়। কিন্তু আপনি যদি এই মুহূর্তে এটাকে অনুভব করতে চান, যদি আপনি এটাকে চার্জে রাখতে চান, তবে আপনি এটা করতে পারবেন। আরও পড়ুন: ডোপামিন-মলিকিউল অভ মোর

লেখকের পক্ষ থেকে একটি নোট

আমরা এই বইটিকে এমন অনেক সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের মাধ্যমে প্যাক করেছি যা সবচেয়ে মজার। যদিও কিছুকিছু অংশ অনুমানমূলক, বিশেষ করে শেষ চ্যাপ্টার। এছাড়াও কিছুকিছু প্লেস আছে আমরা আমাদের রিসার্চ  ম্যাটারিয়ালসকে অতি-সরলীকরণ করেছি পাঠকদের বুঝতে যেন সুবিধা হয় সেজন্য। মস্তিষ্ক এতটাই জটিল যে পরিশীলিত একটি ব্রেন মডেল তৈরি করার জন্য একজন বিজ্ঞানীকেও সরলীকরণ করতে হবে। এছাড়া বিজ্ঞান খুবই মেসি বা অগোছালো। মাঝেমাঝে একটি স্টাডি অন্যটির সাথে কন্ট্রাডিক্ট করে। আর আমাদের সময় প্রয়োজন হয় কোন ফলাফল সঠিক সেটি খুঁজে বের করার জন্য। সকল প্রমাণ রিভিউ করা খুব দ্রুতই পাঠকদের ক্লান্ত করে তুলবে। আর এজন্য আমরা সে সকল স্টাডি সিলেক্ট করেছি যেগুলো এই ফিল্ডকে গুরুত্বপূর্ণ উপায়ে প্রভাবিত করেছে এবং বৈজ্ঞানিক ঐক্যমতের প্রতিফলন করেছে, যখন ঐক্যমত বিদ্যমান থাকে। বিজ্ঞান শুধু মেসি নয়, এটি মাঝেমাঝে খুবই অদ্ভুত। মানব আচরণের অনুসন্ধান একটি অদ্ভুত রূপ ধারণ করে। এটি টেস্টটিউবে কেমিক্যাল স্টাডির মতো নয় অথবা জীবিত মানুষের মধ্যে কোনো ইনফেকশনও নয়। ব্রেন রিসার্চারগন কিছু উপায় খুঁজে পেয়েছিলেন ল্যাবরেটরি এনভায়রনমেন্টে মানুষের মস্তিষ্কে গুরুত্বপূর্ণ কিছু আচরণ ট্রিগ্যার করার জন্য__ মাঝেমাঝে এগুলো ছিল সেনসেটিভ আচরণ যেমন ভয়, লোভ অথবা সেক্সচুয়াল আসক্তি। যখন সম্ভব হয়েছিল আমরা সে সকল স্টাডি পছন্দ করেছিলাম যা অদ্ভুত আচরণগুলোকে ট্রিগ্যার করে। হিউম্যান রিসার্চ সকল ফর্ম থেকেই কৌশলী। এটি ক্লিনিক্যাল কেয়ারের মতো নয়, যেখানে ডাক্তার ও রোগী দুজনই অসুস্থ্যতা থেকে মুক্তির জন্য একসাথে কাজ করে। সে সকল ক্ষেত্রে তারা রোগীর জন্য যে চিকিৎসা সবচেয়ে ভালো সেটি নির্বাচন করেন। আর অন্যদিকে রিসার্সের উদ্দেশ্য থাকে বৈজ্ঞানিক উত্তর অনুসন্ধান। যদিও বিজ্ঞানীরা এক্ষেত্রে অংশগ্রহণকারীদের রিস্ক মিনিমাইজ করার চেষ্টা করেন, তারা বিজ্ঞানকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন।  কখনো কখনো এই ধরনের এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট লাইফসেভিং হতে পারে, কিন্তু অংশগ্রহণকারী তা সত্তেও এমন অনেক ঝুঁকির মধ্যে পড়েন,  রেগুলার ক্লিনিক্যাল কেয়ারে তিনি যেগুলোর  অভিজ্ঞতা লাভ করেনি। গবেষণায় অংশগ্রহণ করে, অংশগ্রহণকারীরা অন্যের উপকারের কথা ভেবে নিজেদের নিরাপত্তা উৎসর্গ করেন, গবেষণা সফল হলে যারা আরও ভালো জীবন পাবে। এটি অনেকটা একজন ফায়ার ফাইটারের মতো যিনি আগুনে জ্বলন্ত একটি বিল্ডিং-এর ভেতর দৌড়াচ্ছেন সেখানে আটকে থাকা মানুষদের উদ্ধার করার জন্য। মূল উপাদান অবশ্যই, রিসার্স পার্টিশিপেন্টের জানা উচিত এটা জানার জন্য যে সে মূলত কিসের ভেতর দিয়ে যাচ্ছে। এটাকে বলা হয় ইনফর্মড কনসেন্ট। তাদের সামনে একটি বিরাট দৈর্ঘের পেপার রাখা হয় যেখানে গবেষণার উদ্দেশ্য ও ঝুঁকির তালিকা লেখা থাকে। অংশগ্রহণকারীরা সবসময় এটি পড়েও দেখে না। বিশেষ করে যখন এটি বেশি লম্বা হয়। মাঝেমাঝে গবেষকরা এই বিষয়টিকে দূরে সরিয়ে রাখেন কারণ এই গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশই হলো প্রতারণা। তবে সাধারণভাবে অংশগ্রহণকারীরা অংশ নিতে ইচ্ছুক কিনা গবেষকগণ এটা নিশ্চিত করার চেষ্টা করে কারণ তারা মানব আচরণের রহস্য অনুসন্ধান করছেন।

বইটির কিছু অংশ পড়ে দেখুন:

ডোপামিন: দ্য মলিকিউল অব মোর /ডোপামিন: দ্য মলিকিউল অব মোর /ডোপামিন: দ্য মলিকিউল অব মোর

সংগ্রহ করতে যোগাযোগ করুন:

আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন: