Can't find our books? Click here!
ফেসিয়াল এক্সপ্রেসন দেখে ইমোশন পড়া যায়?

ফেসিয়াল এক্সপ্রেসন দেখে ইমোশন পড়া যায়?

অ্যালগোরিদম মানুষের ফেসিয়াল এক্সপ্রেসন দিয়ে যে আবেগ পরিমাপ করে তা মিথ্যা! কারণ মানুষ তার এক্সপ্রেসনে যা প্রকাশ করে মনের দিক থেকে সে সম্পূর্ণ ভিন্নকিছুও লালন করতে পারে।

ফেসিয়াল এক্সপ্রেসন দেখে ইমোশন পড়া যায়?

আমরা কি অন্যের ফেসিয়াল এক্সপ্রেসন দেখে তার ইমোশন পড়তে পারি? ওহিয়ো ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর এলেক্সিস মার্টিনেজ বলেন, You Can’t। তিনি বলেন, বিভিন্ন কোম্পানি ফেসিয়াল মাসল মুভমেন্টের মাধ্যমে ব্যক্তির যে আবেগ পড়েছেন তা সম্পূর্ণ অর্থহীন।

মার্টিনেজের দল ৩৫ টি ভিন্ন ভিন্ন দেশের ৪ মিলিয়ন ফেসিয়াল এক্সপ্রেসন বিশ্লেষণ করেন। তিনি বলেন, আবেগ নির্ভর ফেশিয়াল এক্সপ্রেসন সম্পূর্ণ মিথ্যা

মার্টিনেজ বলেন, প্রসঙ্গ ও সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে এক একজন ব্যক্তির ফেসিয়াল এক্সপ্রেসন এক একরকম। আমাদের এটা মনে রাখা উচিত যে একজন ব্যক্তির হাসির মানে এটা বোঝায় না সে অনেক খুশি। যে সকল মানুষ সুখী তারা যে সবসময় হাসবে এটা একদম কাজের কথা নয়।

ফেসিয়াল এক্সপ্রেসন দেখে ইমোশন পড়া যায়?
ভয়ের স্ট্যান্ডার্ড পশ্চিমা মুখের ছবি দেখানোর পর  ট্রব্রিয়ান্ড দ্বীপবাসীরা কোনো ভীত ব্যক্তিকে দেখতে পায়নি – তারা একটি আক্রমনাত্মক ব্যক্তিকে দেখেছিল।

অনেক মানুষ আছেন যারা ভেতরের দিক থেকে খুশি ঠিকই কিন্তু তাদের মুখে স্মাইল কাজ করেনা। গবেষকরা বিভিন্ন কোম্পানির ফেসিয়াল এক্সপ্রেসন রিড করার জন্য তৈরি অ্যালগোরিদমগুলোর প্রতিও মনোনিবেশ করেছেন যেগুলো ব্যবহার করে তারা কাস্টমারের স্যাটিসফেকশন ও মানবীয় ইমোশন বুঝতে চায়। মার্টিনেজ বলেন, কেউ কেউ দেখেছেন অপরাধীরা তার অপরাধের জন্য অনুতাপবোধ করে কিনা অথবা ক্রয়ের পর কোনো কাস্টমার সন্তুষ্টি প্রকাশ করে কিনা। গবেষণা যা দেখিয়েছে তা হলো, এ ধরণের দাবি সম্পূর্ণ অর্থহীন।

ফেসিয়াল এক্সপ্রেসন দেখে ইমোশন পড়া যায়?
আপনার হাসি এবং ভ্রুকুটি সহজাত হতে পারে, তবে তারা ইঙ্গিত দেয় যে আমরা পরবর্তীতে কী ঘটাতে চাই।

অ্যালগোরিদম মানুষের ফেসিয়াল এক্সপ্রেসন দিয়ে যে আবেগ পরিমাপ করে তা মিথ্যা! কারণ মানুষ তার এক্সপ্রেসনে যা প্রকাশ করে মনের দিক থেকে সে সম্পূর্ণ ভিন্নকিছুও লালন করতে পারে। প্রশ্ন হলো, যদি ফেশিয়াল এক্সপ্রেসনের মাধ্যমে আমরা অন্যের আবেগ ডিকোড করতে না পারি তবে কেনো মানুষ অনর্থক মুখভঙ্গী পরিবর্তন করে ফেইক সিগনাল দেয়? শুধু শুধু এসব অর্থহীন এক্সপ্রেসনের প্রয়োজন কি ছিলো? একটি থিয়োরি অনুসারে, ফেসিয়াল এক্সপ্রেসন আমাদের আবেগের প্রতিফলন নয়। এটি আমাদের আবেগীয় পরিস্থিতি বলার পরিবর্তে, এটি আমাদের প্রদর্শন করে ব্যক্তির ইনটেনশন ও সোশ্যাল গোল।

 

ফেসিয়াল এক্সপ্রেসন দেখে ইমোশন পড়া যায়?
                           হাস্যোজ্জ্বল মুখের ট্রব্রিয়ানদের একটি ছোট সংখ্যালঘু বলেছে যে ব্যক্তি খুশি।

অ্যালান ফ্রিডল্যান্ড বলেন, আমাদের মুখ হলো এমন একটি সিস্টেম যেটি সামাজিক ইন্টারেকশনের পথ নির্দেশ করে। এটা অনেকটা ট্রাফিক সিগনালের মত। হাসি এবং ভ্রুকুটি আমাদের সহজাত বৈশিষ্ট্য কিন্তু আমরা এর মাধ্যমে সিগনাল প্রদান করি এরপর কি ঘটতে যাচ্ছে। বিরক্তিকরভাব সম্পর্ন একটি মুখ, উদাহরণস্বরূপ আপনাকে হয়তো বলে  যে , এই কনভারসেশনের উপর সে খুশি নয় আর এজন্য আপনার কথা বলার ট্র‍্যাক পরিবর্তন করা উচিত।

ব্রিজেট ওয়ালার বলেন, আর ঠিক এ কারণেই আমরা বুঝতে পারি যে, ফেশিয়াল এক্সপ্রেসন বিবর্তিত হয়েছে।

তিনি University of Portsmouth এর  বিবর্তনীয় মনোবিজ্ঞানের প্রফেসর। তিনি বলেন, একটি মুখ সেন্ডার ও রিসিভার দুজনকেই কিছু ইনফরমেশন দেয়। ওয়েস্টার্নদের মধ্যেই এ বিশ্বাস দৃঢ়ভাবে কাজ করে যে, আবেগ মৌলিক এবং সহজাত যা ফেসিয়াল এক্সপ্রেসনের মাধ্যমে প্রকাশ পায়। আধুনিক গবেষণা আবেগের মৌলিকত্বে কঠোর এক আঘাত করেছে। প্রথমত, একটি ধারণা আমাদের মধ্যে প্রচলিত যে, আবেগ বিশ্বজনীনভাবে ভাগ করা এবং এটি স্বীকৃত। দ্বিতীয়ত, ফেসিয়াল এক্সপ্রেসন হলো সে সকল আবেগের বিশ্বাসযোগ্য প্রতিফলক। কিন্তু গবেষকরা এখন দৃঢ়ভাবে একমত যে, খুব কম সংখ্যক মানুষের ফেইস তার এক্সচুয়াল ফিলিংসকে প্রকাশ করে।

আজকাল আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, বিশেষ করে রোবটদেরকেও এ সকল ক্লাসিক ফেইস পোস্টার শেখানোর জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কিন্তু সমস্যা হলো একজন ব্যক্তি যদি ভ্রুকুটি করে রোবট তাকে ভুলভাবে রেসপন্স করে। এ থেকে আরো দৃঢ়ভাবে প্রমাণ হয় যে রোবটও মানুষের এক্সপ্রেসন বুঝতে পারছেনা! এসবের পেছনে মূল কারণ হলো ফেশিয়াল এক্সপ্রেসনের মাধ্যমে কেউ যদি আপনার আবেগ বুঝে যায় তবে বিবর্তনের দৃষ্টিতে এটা আপনার জন্য ক্ষতিকর।

আপনার এক্সপ্রেসনের মাধ্যমে কেউ যদি আপনার আবেগ পড়ে ফেলে তবে সে আপনার যে  কোনো ক্ষতি করতে পারে। আর প্রায় ৩০ মিলিয়ন বছরের বিবর্তনে আমাদের ফেসিয়াল এক্সপ্রেসন এত বেশি জটিল হয়ে গেছে যে স্বয়ং অ্যালগোরিদম অথবা রোবটকে পর্যন্ত আমাদের ফেইস ফাঁকি দিতে পারে। আমরা আমাদের এক্সপ্রেসনের মাধ্যমে রোবট ও কম্পিউটারকেও বিভ্রান্ত করে দিতে পারি। এটা অবশ্যই আমাদের টিকে থাকার জন্য একটি উপযোগী বৈশিষ্ট্য।

আমরা জানি, প্রতিটি প্রাণী তার ১০০ ভাগ জিন ধারণ করে তার আত্মীয়দের তুলনায় । জিন যদি সেলফিশ হয় আর আপনার মধ্যে যদি আপনার ১০০ শতাংশ জিনই থাকে তবে আপনার জিন আপনার ব্রেনকে এমনভাবে তৈরি করবে যেনো আপনি আপনাকে ১০০ ভাগ ভালোবাসেন। আপনার ভাইয়ের দেহে আপনার ৫০ ভাগ জিন থাকে আর এজন্য আপনি তাকে যতটা ভালোবাসবেন তারচেয়ে বেশি ভালোবাসবেন আপনাকে। অনেক পাখি আছে যারা ফেইক সাউন্ড তৈরি করে যেনো মা তাদেরকে ক্ষুদার্ত মনে করে বেশি খাবার দেয়। মানে, চরমক্ষেত্রে আমরা সবসময় আমাদের নিজের ভালো আগে দেখি। কিছু পাখি আছে যারা শিকারী প্রাণী না দেখলেও অন্যদেরকে ফেইক সংকেত দেয় যেনো তারা ভয়ে খাবার ফেলে চলে যায়। আর এতে করে মিথ্যাবাদী পাখি সুবিধাপ্রাপ্ত হয়। আমাদের ফেশিয়াল এক্সপ্রেসনও ঠিক এজন্য আমাদের আবেগের প্রতিফলন নয়, আমাদের ফেইস শুধু তার এক্সপ্রেসনের মাধ্যমে তার লক্ষ্য ও উদ্দেশ্যটা বোঝায়। আপনার প্রতি একটি ইনএপ্রোপিয়েট( নির্দিষ্ট সময়ের পরে হাসি)  হাসি এটাই প্রকাশ করে  যে অন্য কোনো প্রসঙ্গে আলোচনা করুন। Read more: হাসির মেটা এনালায়সিস

Reference:

Google Adsense: ফেসিয়াল এক্সপ্রেসন দেখে ইমোশন পড়া যায়?/ফেসিয়াল এক্সপ্রেসন দেখে ইমোশন পড়া যায়?