Can't find our books? Click here!
৩০০ মিলিয়ন লাইট ইয়ার্স দূরে জেলিফিশ
৩০০ মিলিয়ন লাইট ইয়ার্স দূরে জেলিফিশ

৩০০ মিলিয়ন লাইট ইয়ার্স দূরে জেলিফিশ

বিজ্ঞানীরা ১৭ই মার্চ অ্যাবেল-২৮৭৭ নামক এমন একটি জেলিফিশ আবিষ্কার করেছেন যেটি আমাদের পৃথিবী থেকে ৩০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে।

আমাদের ইউনিভার্সে এ পর্যন্ত জানা সবচেয়ে বিশাল অবজেক্ট হলো গ্যালাক্সি ক্লাস্টার যেটি শক্তিশালী গ্রেভেটি দ্বারা গ্যালাক্সিগুলোকে একটি নির্দিষ্ট এরিয়ায় আবদ্ধ রাখে। একটি গ্যালাক্সি ক্লাস্টারে হাজার হাজার গ্যালাক্সি, বিপুল পরিমাণ গ্যাসীয় মেঘ থাকে। আবার কখনো এটি দেখতে উজ্জ্বল জেলিফিসের মতোও হতে পারে। বিজ্ঞানীরা ১৭ই মার্চ অ্যাবেল-২৮৭৭ নামক এমন একটি জেলিফিশ আবিষ্কার করেছেন যেটি আমাদের পৃথিবী থেকে ৩০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে। এটি শুধুমাত্র ন্যারো ব্যান্ডের রেডিও তরঙ্গেই দৃশ্যমান। এ মহাজাগতিক জেলিফিশ প্রায় এক মিলিয়ন লাইট ইয়ার্স প্রশস্ত।

৩০০ মিলিয়ন লাইট ইয়ার্স দূরে জেলিফিশ

Astrophysical Journal এ প্রকাশিত একটি পেপারে বলা হয়, এ ধরণের ন্যারোব্যান্ডের স্ট্রাকচার আগে কোনোদিন দেখা যায়নি। তারা এটাকে “রেডিও ফিনিক্স” নামকরণ করেছেন। একটি মহাজাগতিক স্ট্রাকচার যেটি অত্যন্ত উচ্চমাত্রিক বিস্ফোরণ থেকে তৈরি হয়েছে। সম্ভবত, কোনো ব্লাকহোলের বিস্ফোরণ থেকে এটি তৈরি। স্ট্রাকচারটি সম্প্রসারিত হওয়ার ফলে এটি মিলিয়ন ইয়ার্স পর্যন্ত বিস্তৃত হয় এবং একটা সময় এর ইলেক্ট্রন এনার্জি হারিয়ে ফেলে আর তারপর আবার কোনো মহাজাগতিক দুর্ঘটনায় যেমনঃ দুটো গ্যালাক্সির সংঘর্ষে পুনরায় শক্তিশালী হয়ে উঠে। এ বিশালাকার মহাজাগতিক জেলিফিশ যখন নির্দিষ্ট ফ্রিকোয়েন্সীতে উজ্জ্বল হয় , অন্যান্যগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যায়। এটাকে অনেকে মহাজাগতিক ভূত অথবা রুপকথার পক্ষি বা ফিনিক্স বলেও অভিহিত করেছেন। আরও পড়ুনঃ ২০২১ ও আমাদের বৈজ্ঞানিক অর্জন

Reference:

ALMA Unveils Widespread Molecular Gas Clumps in the Ram Pressure Stripped Tail of the Norma Jellyfish Galaxy, Astrophysical Journal

Google Condition: ৩০০ মিলিয়ন লাইট ইয়ার্স দূরে জেলিফিশ/৩০০ মিলিয়ন লাইট ইয়ার্স দূরে জেলিফিশ