Can't find our books? Click here!

স্বপ্নময় অটোনোমিক নার্ভাস সিস্টেম

নোয়ামি ওলফ, পর্ব-৩

নারীদের জন্য সেক্সচুয়াল প্রতিক্রিয়াশীলতা নির্ভর করে অল্টার কনসাসনেসে প্রবেশের উপর। এই রুপান্তর নির্ভর করে স্বপ্নময় অটোনোমিক নার্ভাস সিস্টেমের উপর যেটাকে বিজ্ঞানীরা বলছেন ANS ( Autonomic Nervous System) ।

Parasympathetic nervous system | Osmosis

এ সিস্টেম আপনার দেহের মসৃণ পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে যেটির রয়েছে দুটি ডিভিশন সিম্পেথেটিক ও প্যারাসিম্পেথেটিক ডিভিশন; এটি প্রভাবিত করবে আপনার শরীর আপনার সচেতন নিয়ন্ত্রণের বাহিরে কি করবে। এ দুটি বিভাগ একসাথে কাজ করে। নারীদের যৌন জাগরণের জীববিজ্ঞান আমরা যা জানি তার থেকেও অধিক সুক্ষ্ম। আর তাৎপর্যপূর্ণভাবে এটা নির্ভর করে সংবেদনশীল, জাদুকরী, ধীর শান্ত এবং সহজে ইনহিভিটেড এই সিস্টেমের উপর।

Autonomic Nervous System. The autonomic nervous system (ANS or visceral  nervous system or involunt… | Peripheral nervous system, Nervous system  anatomy, Spinal cord

একজন নারী কত বেশি জাগ্রত হবে তা নির্ধারণ করে দেবে তার অর্গাজম। যৌন উত্তেজনার সর্বোচ্চ শিখরেই এটি ঘটে। আমরা জানি পেলভিক নিউরাল নার্ভ থেকেই এই অর্গাজম তৈরি হয়। কিন্তু এই উন্মাদ অনুভূতিটি যদি পেলভিক নিউরাল নেটওয়ার্ক জাগাতে চায় তবে অবশ্য অটোনোমিক নার্ভাস সিস্টেমকে প্রথমেই কাজ শুরু করতে হবে। গবেষক চিনডি মেস্টন এবং বোরিস গোর্যালকা ১৯৯৬ সালে আবিষ্কার করেন, নারীদের সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমই ( SNS) নির্ধারণ করে দেবে তার যৌন জাগরণ সফল হবে কি হবে না। (১)

Figure, Sympathetic Nervous System. Image courtesy S Bhimji MD] -  StatPearls - NCBI Bookshelf

অটোনোমিক নার্ভাস সিস্টেম নিউরাল পালসের জন্য পথ তৈরি করে দেবে যে পালসগুলো ভ্রমণ করবে ভ্যাজাইনা, ক্লাইটোরিস এবং লেবিয়া থেকে মস্তিষ্কে। এবং সম্মোহনী এ সিস্টেমটি একজন নারীর যৌন প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে রিলাক্সেশন দেয়ার জন্য আর এ সিস্টেমটি উদ্দীপিত হবে সে সকল ঐশ্বরিক আচরণ দ্বারা যা তার সঙ্গী ইন্টারকোর্সের সময় তাকে জাগানোর জন্য প্রয়োগ করবে। অটোনোমিক নার্ভাস সিস্টেম(ANS) আমাদের উপর যে সকল প্রতিক্রিয়া তৈরি করে সেগুলোর উপর আমাদের কোনো কনসাস কন্ট্রোল নেইঃ এটি যৌন উত্তেজনা ও অর্গাজমের সাথে জড়িত অজস্র শারীরিক প্রতিক্রিয়া ম্যানেজ করে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শ্বাস-প্রশ্বাস, লজ্জাশীল চেহারা তৈরি, ত্বকের দ্বীপ্তি, কর্পোরা ক্যাভার্নোসা ভর্তি করা__এটি হলো যোনির ভেজা টিস্যু যা রক্ত দিয়ে পূর্ণ থাকে যেখান থেকে ক্লাইটোরিসের জাগরণ তৈরি হয়___ ভ্যাজাইনাল দেয়ালকে রক্ত দিয়ে পূর্ণ করে রাখা যা ভ্যাজাইনাল পিচ্ছিলতার জন্য প্রয়োজনীয়, হার্টরেট বৃদ্ধি করা,চোখের পাপড়ি প্রসারিত করা এবং সো অন ।

The Peripheral Nervous System—Nerves on the Edge

আপনার ব্রেন অটোনোমিক নার্ভাস সিস্টেমকে প্রভাবিত করে, যা আবার অ্যাফেক্ট করে আপনাকে ভ্যাজাইনায়, এজন্যই আপনি একজন নারী, আপনি আপনার প্রেমিককে নিয়ে চিন্তা করতে পারেন এবং জাগ্রত হতে পারেন এবং আপনার যোনি ভিজে যায় । কিন্তু ভ্যাজাইনা আপনার ব্রেনকে অ্যাফেক্ট করে, যা আবার অ্যাফেক্ট করে অটোনোমিক নার্ভাস সিস্টেমকে। এটি হলো একটি কনস্ট্যান্ট ফিডব্যাক লুপ। আপনার ক্লাইটোরিস ও ভ্যাজাইনায় কেউ যদি পজেটিভলি স্পর্শ করে এটি সিগনাল প্রেরণ করবে অটোনোমিক নার্ভাস সিস্টেমের কাছে আর সাথে সাথে একজন নারীর দেহে অত্যন্ত সুক্ষ্ম ও জটিল কিছু পরিবর্তন সংঘটিত হয়।

একটি স্পর্শ, যদি এটি নারীর প্রতিক্রিয়াশীলতার প্রতি যত্মশীল ও দক্ষ হয় তবে, এটি নারীর শ্বাসপ্রশ্বাসে পরিবর্তন নিয়ে আসে __যার ফলে সে আরও প্রবলভাবে নিশ্বাস নেয়া শুরু করে, হাঁপায়, এটি তার হৃদস্পন্দন বাড়ায় এবং এইভাবে তার সঞ্চালন হার বাড়ে , যার ফলে তার ত্বক দ্বীপ্তিময় হয়ে যায়, তার নিপল খাড়া হয়ে যায় এবং সমস্ত শরীর অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠে। তার হৃদস্পন্দন বাড়তেই থাকে যদি উদ্দীপনা যত্মশীল ও মনোযোগী হয়, সবেগে রক্ত ছুটে চলে ছন্দবদ্ধভাবে তার যোনিপথের রক্তনালীতে, সম্পূর্ণ ল্যাবিয়া জুড়ে বিস্তৃত সংবহন ছড়িয়ে পড়ে, ভ্যাজাইনা ও পেলভিসের চারপাশ ফুলে উঠে। এই ফুলে উঠা ল্যাবিয়ার ভেতর ও বাহিরকে প্রসারিত করে যা মাংসের উভয় স্তরকে আনন্দের প্রতি আরও সংবেদনশীল করে তোলে, এটি ক্লাইটোরিসে পরিপূর্ণ ও সম্প্রসারিত হয়ে যায়। যার ফলে আগের চেয়ে আরও প্রখরভাবে আনন্দ প্রেরণ করার সুযোগ তৈরি হয়। এবং এটি যোনির দেয়ালকে তৈলাক্তকরণের মাধ্যমে পিচ্ছিল করে দেয়।

Free Couple about to Kiss Stock Photo

ANS – এর এই অপটিম্যাল অ্যাকটিভেশন একজন নারীকে প্রণয়ের প্রতি আগ্রহী করে তোলে এবং সকল ডায়মেনশন থেকে অভিজ্ঞতা অর্জনের জন্য তাকে উপযোগী করে তোলে। এ প্রসেসটি সঠিকভাবে সম্পন্ন ও পরিপূর্ণ করার জন্য তাড়াহুড়ো না করে একজন নারীর নিজস্ব সেক্সচুয়াল প্রতিক্রিয়াশীলতার প্রতি যত্ম রেখে অ্যাটিউন করা উচিত। এ প্রসেসের জন্য প্রয়োজন অ্যাটেনশন ও টাইম। এবং আমরা দেখেছি যে রিলাক্সেশন অটোনোমাস নার্ভাস সিস্টেমের আদর্শ অ্যাকটিভেশনের উচ্চতা বৃদ্ধি করে __এবং খারাপ চাপ এতে ইন্টারফেয়ার  করে।

How Stress Can Lead to a Low Libido

একজন নারীর সম্পূর্ণ বিগলিত পরিস্থিতি অথবা High Orgasm অর্জন করার জন্য একটি প্রক্রিয়া রয়েছে। যেটাকে আমি ডিফাইন করেছি এমন একটি অর্গাজম হিসেবে যেটি তাকে ট্রান্স লাইক স্টেটে নিয়ে যায় এবং এটি সেই অর্গাজম যা তার সমস্ত শরীর ব্যবস্থাপনার সাথে জড়িত__আর তাই এ অর্গাজমের পর একজন নারী অধিক পরিপূর্ণতা বোধ করেন এবং সর্বোচ্চ স্তরের অভিজ্ঞতা পান যা সম্ভব হয় পজেটিভ ব্রেন কেমিক্যাল অ্যাকটিভিটির কারণে। এ অর্গাজম তখনই সম্ভব যখন অটোনোমিক নার্ভাস সিস্টেম অপটিম্যালি অ্যাকটিভেট হয়।

8 Tips for Stronger, Longer Lasting and More Intense Orgasms |  YogiApproved.com

আমাদের সংস্কৃতিতে আমরা পেলভিক নিউরাল নার্ভ সম্পর্কে জানি। আমরা যখন সেক্সচুয়াল চিন্তা করি তখন এটি জাগ্রত হয়। ( যদিও এ সম্পর্কে আমাদের সাধারণ বোধ অনেক ভাসাভাসা)। কিন্তু একজন নারীর সম্পূর্ণ সেক্সচুয়াল ও ইমোশনাল রিলিসের জন্য সেন্ট্রাল আইডিয়া অনেক বিদেশি যেটি আমাদের আলোচনার একদম বাহিরে থেকে যা হলোঃ অ্যাকটিভেশন। একজন নারীর অটোনোমিক নার্ভাস সিস্টেমের আদর্শ সক্রিয়তা হলো __ শ্বাস প্রশ্বাস, যোনির তৈলাক্তকরণ, হৃদ স্পন্দনের হার __যা আবার ভ্যাজাইনার এনগোর্জম্যান্ট, পেশি সংকোচন এবং অর্গ্যাজমিক রিলিসে প্রভাব বিস্তার করেঃ বাহিরের উদ্দীপনা যখন একজন নারী সেক্স সম্পর্কে ভাবেন তখন এটি এন্টিসিপেটর/ ডোপামিন রিলিস এবং অপিওয়েড এবং অক্সিটোসিন বের করে যা নির্গত হয় তার অর্গাজমের মাধ্যমে। আমাদের সংস্কৃতিতে অধিকাংশ মানুষ নারীদের অ্যাক্টিভেশন লেভেল পড়েনা। যদি নারীদের অটোনোমিক নার্ভাস সিস্টেমকে অবহেলা করা হয় সে হয়তো ইন্টারকোর্সের সময় ক্লাইম্যাক্স অর্জন করবে; কিন্তু তার মধ্যে কোনো প্রকার বিশ্রাম, রুপান্তর ও পরিপূর্ণতা কাজ করবেনা অথবা অনুভব করবেনা প্রণয়। কারণ শুধুমাত্র তার সক্ষমতার উপরিগত অংশগুলো প্রতিক্রিয়া করেছে প্রণয় ও অন্তঃরঙ্গতার সময়।

অটোনোমিক নার্ভাস সিস্টেম মহিলাদের নিরাপত্তা ও বিপদেও প্রতিক্রিয়া করবে। এটি ব্রেনকে সংকেত পাঠায় এটা জানানোর জন্য তার শরীর নিরাপত্তার মধ্যে আছে অথবা বিপদজনক পরিস্থিতিতে। ১৯৭৫ সালে পশ্চিমের ড. হার্বার্ট বেনসন “রিলাক্সেশন রেসপন্সের” মত অত্যন্ত শক্তিশালী একটি বিষয় শনাক্ত করেছিলেন। এটি তখনই ঘটে যখন আপনি আপনার মস্তিষ্কের সে অংশকে রিলাক্স করেন যেটি অটোনোমিক নার্ভাস সিস্টেমের হিলিংস এর কাজকে সহজতর করে তোলে__ এবং আপনার দেহের সে সকল কার্যকারীতা প্রমোট করে যা আপনার সচেতন নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাহিরে। (২)

বর্তমানে প্রায় শতাধিক গবেষণাপত্র “রিলাক্সেশনের ক্ষমতা” সম্পর্কে ফলাফল প্রকাশ করেছে। সার্জারির পর এ ধরণের রিলাক্সেশন আপনার শরীর ও মনের জন্য অনেক সুফল নিয়ে আসে, আপনার মনোযোগ উন্নত করে এবং হার্ট ডিজিজের পরিমাণ কমিয়ে দেয়।

সাম্প্রতিক একটি গবেষণা দেখায় যে, রিলাক্সেশন রেসপন্স নারীর যৌন জাগরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা এতদিন এবং আজও আমরা জানিনা। আমরা যেমনটি দেখেছি, ড. জর্জিয়াডিস এবং তার দলের অ্যামআরআই গবেষণায় দেখা গেছে, একজন নারী যতই অর্গাজমের কাছাকাছি মুহূর্তে আসেন, মস্তিষ্কের কেন্দ্র যা তার আচরণ নিয়ন্ত্রণের সাথে জড়িত সেটি ডিঅ্যাকটিভেট হয়ে যায়। See the Research Paper: Here(৩)

আর এ সময় একজন নারী বায়োকেমিক্যালি প্রচণ্ড বন্য ও রণচণ্ডী হয়ে উঠে। আপনি হয়তো খেয়াল করে দেখবেন এ সময় নারীদের শিৎকার বেড়ে যায়, প্রচণ্ডভাবে স্টিমুলেট করার জন্য কাকুতিমিনতি করে, অশ্রাব্য ভাষায় গালি দেয়। মোট কথা তার আচরণের উপর তার সচেতন কোনো নিয়ন্ত্রণ থাকেনা। এ সময় তার মস্তিষ্ক ব্যাথার প্রতি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায় যেটাকে অল্টার স্টেট অব কনসাসনেস বলে। সেক্সের শুরুতে আপনি যখন নারীর যোনিতে পেনিস প্রবিষ্ট করবেন সে আপনাকে বাধা দেবে এবং ধীরে ধীরে কাজ করার জন্য মিনতি করবে। কিন্তু যখন তার মস্তিষ্কের কেন্দ্রীয় এলাকা ডিঅ্যাকটিভেট হয়ে যায়, তার চেতনা বিকৃত হয়ে যায়, ব্যাথার উপলব্ধি অসাড় হয়ে যায় এবং সে প্রচণ্ড আগ্রাসীভাবে আপনার পেনিসকে তার ভ্যাজাইনায় সংঘর্ষ করার অনুমোদন দেবে। যখন একজন নারী “High Orgasm” এ থাকে সে গভীরভাবে চেতনার অল্টার স্টেটে চলে যায়, যেটাকে বলা হয় ট্রান্সস্টেট অথবা সমাধি। এ সময় তার মস্তিষ্কের জাজমেন্ট স্থগিত হয়ে যায় এবং নরমাল কনসাসনেসে সে যে পরিমাণ পেইন ফিল করে একই পরিমাণ পেইন ফিল করেনা।

New Scientist Default Image

আর ঠিক এ মুহূর্তে এসেই অটোনোমিক নার্ভাস সিস্টেম তার কাজ শুরু করে, এটি নারীটিকে রিলাক্স করে, তার নিশ্বাস গভীর করে তোলে, তাকে দীপ্তিময় করে তোলে , সঠিক জায়গাগুলোতে রক্ত দিয়ে পরপূর্ণ করে দেয়, এবং হায় ফোকাসের এনার্জি পায় ডোপামিনের সক্রিয়তা থেকে এবং অবশেষে___নিরাপত্তার সাথে __ সে সমাধিতে চলে যায় যেমনটি পূর্বে আলোচনা করা হয়েছে। একইসময় সে তীব্রভাবে পেলভিক নার্ভের সংকোচনের অভিজ্ঞতা লাভ করে যা তাকে ক্লান্ত করে ফেলে, সে বড় মাপের অপিওয়েড ও অক্সিটোসিনের একটি ঝাকুনি অনুভব করে __আনন্দ ও স্নেহ ___এ অনুভূতিগুলো তার জীবনেও বাস্তবতা পায় এবং তার সম্পর্কে।

কিন্তু এখানে একটি ধরা আছে। আপনি মিঃ ANS ( অটোনোমিক নার্ভাস সিস্টেম) কে কোনো কিছু করার জন্য বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে, টার্ন মি অন! কারণ অটোনোমিক নার্ভাস সিস্টেম আপনার নির্দেশনা মেনে চলেনা। এটি আপনার সচেতনতার অতীত। অন্যান্য প্রসেসের জন্যও এটি সত্য, আপনি আপনার ইচ্ছা মতো ব্রেস্টে দুধ আনতে পারবেন না, যা বেশিরভাগ মা জানেন, আপনি হজম প্রক্রিয়াকে আপনার সচেতন নির্দেশনায় চালিত করতে পারবেন না অথবা নিজ ইচ্ছায় অধিক কার্যকরী উপায়ে সন্তান জন্ম দিতেও পারবেন না। অধিকাংশ নারী তাদের হতাশা সম্পর্কে জানেন, আপনি যতই নিজেকে উত্তেজিত বোধ করানোর জন্য জোর করবেন এবং অর্গাজমে পৌঁছানো ততই প্রতারণামূলক হয়ে উঠবে।

এ দেহাতীত পরিস্থিতিতে প্রবেশ করার জন্য, অটোনোমিস নার্ভাস সিস্টেম নারীর ব্রেনকে ” High” অর্গাজমে নিয়ে যায়। এজন্য আপনার প্রয়োজন নিরাপত্তার অনুভূতি এবং খারাপ চাপ থেকে দূরে থাকা। আপনাকে এটা জানতে হবে যে আপনি এমন একজনের উপস্থিতিতে সমাধি লাভ করছেন বা আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন যে আপনাকে রক্ষা করবে। অন্তত তার যদি অনেক প্রয়োজনও হয় সে আপনাকে বিপদে ফেলে চলে যাবে না যখন আপনার ব্রেন তার নিয়ন্ত্রণ ক্ষমতা ছেড়ে দিচ্ছে সঙ্গীর উপরে। এই ট্রান্স স্টেট খুবই সুন্দর যদি না আপনি আধুনিক যুগের কোনো ক্যারিবিয়ান হোটেলে থাকেন। কিন্ত আমাদের পূর্বসূরী মায়েদের জন্য আফ্রিকার সাভানায় এ ধরণের সমাধিতে চলে যাওয়া কতটা উপযোগী ছিল? সুস্পষ্টভাবে এটা ছিল খুবই ডেঞ্জারাস। আর এজন্য বিবর্তনীয়ভাবে এটা গুরুত্বপূর্ণ নয়, একটি নিরাপত্তাহীন মানসিক সমাধিস্তরে চলে যাওয়া যেখানে রয়েছে হিংস্র প্রাণী এবং নিকটবর্তী কোনো আক্রমণকারীর দল বা যেকোনো দৈনান্দিন প্রাকৃতিক হুমকি। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তবে আপনি কী বয়ফ্রেন্ডের সাথে সেক্স করে সেন্সলেস অবস্থায় আফ্রিকার সাভানায় শুয়ে থাকতেন যেখানে দাঁড়িয়ে থাকতে পারে একটি সিংহ? হ্যাঁ, থাকতেন। যদি না আপনি যার সাথে সেক্স করছেন সে বিশ্বস্ত ও নিরাপদ হয়। আপনার সঙ্গী যদি বিশ্বস্ত হয় তবেই আপনার কেন্দ্রীয় ব্রেন ভয়ানক জঙ্গলে তার নিজের নিয়ন্ত্রণ সঙ্গীর মস্তিষ্কের উপর ছেড়ে দিয়ে চারপাশে হিংস্র জন্তু জানোয়ারের বিপদ থাকার পরও মানসিক সমাধি লাভ করবে। আর ঠিক এ কারণেই অর্গাজমের চরম শিখরে একজন নারী তখনই পৌঁছাতে পারে যখন সে তার সঙ্গীর কাছ থেকেই আবেগীয় নিরাপত্তা পায় যেটকে আমরা একদমই মানসিক চাপমূলক মনে করতে পারিনা। রিলাক্সিং একজন নারীর মধ্যে জাগরণ সৃষ্টি করে।

Lucy or Brucey? It Can Be Tricky to Tell the Sex of Fossil Ancestors

আর এজন্য একজন নারী যখন মূল্যায়িত ও রিলাক্স হয় এটি তার যৌন প্রতিক্রিয়াশীলতাকে উচ্চতর করে তোলে এবং খারাপ চাপ আশংকাজনকভাবে একজন নারীর যৌন প্রতিক্রিয়ায় হস্তক্ষেপ করে। নোয়ামি ওলফ বলেন, আমি এক দশক পূর্বে যখন Misconceptions বই নিয়ে কাজ করছিলাম তখন আমি পারফরম্যান্সের সাথে চাপের সম্পর্ক নিয়ে কৌতুহলি ছিলাম, বিশেষ করে ভ্যাজাইনা, ব্রেস্ট এবং জরায়ুর কার্যকারীতার ব্যর্থতা সম্পর্কে।

আমার গবেষণায় এটা সুস্পষ্ট হয়েছে যে জরায়ু, সার্ভিক্স, ভ্যাজাইনা এবং পেরিনিয়াম গুরুত্বপূর্ণ ভাবে অটোনোমিক নার্ভাস সিস্টেমের রিলাক্সেশন সম্পাদনের উপর নির্ভর করে সন্তান জন্মদান ও স্তন্য পানের সময়।

সফট লাইট, শান্ত সুর, যত্মশীল সহযোগী এবং পরিবারের ভালোবাসার মানুষদের উপস্থিতি সবকিছু একজন নারীর শরীরকে সন্তান জন্মদান, নবাগত সন্তানকে সফলতার সাথে খাওয়ানো ইত্যাদিতে হেল্প করে যা ক্লিনিক্যালি পরিমাপযোগ্য। গবেষণায় দেখা গেছে , যে সকল হাসপাতালে প্রসব চলাকালীন চাপমূলক পরিবেশ কাজ করে, অথবা ভ্রুণের মনিটরে সবসময় ফলস পজেটিভ সিগনাল দেখায় সেখানে মায়ের উপর এতবেশি স্ট্রেচ তৈরি হয় যে একজন মা শুধু মানসিকভাবেই নয়, শারীরিক ভাবে, প্রসবের সময় এই চাপ জরায়ুর সংকোচন এবং স্তন্যপানে বাধা প্রদান করে। (৪)

এক দশক পূর্বে আমি প্রথম জরায়ু-ব্রেইন, ব্রেইন-ব্রেস্ট টিস্যু কানেকশন আবিষ্কার করি, এ স্টাডি অনেকবার করা হয়। মানসিক চাপের কারণে অনেক সময় জরায়ু সন্তান জন্মকালীন সময়ে সঠিকভাবে সংকুচিত হয়না। আর এতে করে এটি জন্ম নালীকে থামিয়ে রাখে যেন সে সন্তানটিকে ভ্যাজাইনার মুখের দিকে যেতে নিষেধ করে। এটি পেশিগুলোকে রিলাক্স হতে দেয়না, যেটি শিশুটিকে জন্ম দেয়ার জন্য প্রয়োজন মায়ের পেরিনিয়ামকে বিদীর্ণ না করেঃ এটি দুধের গ্রন্থিগুলোকে পূরণ হতে বাধা দিতে পারে।

ইনা মে গাস্কিন যিনি একজন বিখ্যাত চাইল্ড বার্থ এডুকেটর এবং Spiritual Midwifery নামক একটি বেস্টসেলিং বইয়ের লেখক। তিনি এ পর্যন্ত বাড়িতে অথবা জঙ্গলের কোনো তাবুতে প্রায় ৫০০ শিশু ডেলিভারি করেছেন। তেমন কোনো জটিলতা ছাড়াই।। তিনি বলেন, কোমল আলো, সফট মিউজিক, নারীদের স্ট্রোক করা এবং প্রসব চলাকালীন চুমু খাওয়া, অথবা একজন নারী যদি তার চারপাশে শান্তশিষ্ট পরিবেশ দেখে এবং মাদকীয় পরিবেশ__ এসবকিছু প্রসবের সময় কার্যকরী সংকোচনে প্রভাব বিস্তার করে এবং বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে তাদেরকে সমর্থন করে।

Birth Story: Ina May Gaskin and The Farm Midwives - NOW Magazine

এ ধরণের ধাত্রীদের নিকট কিছু দিকনির্দেশনা থাকে কীভাবে অধিক কার্যকরীভাবে চুমু খাওয়া যায়। তিনি তার ধাত্রীদের বলেন, প্রসুতি মহিলাদের স্বামীকে শেখানোর জন্য যেনো তারা প্রসব চলাকালীন সংকোচনে সহযোগিতা করার জন্য নারীর নিপলে স্টিমুলেট করে। কারণ আমাদের ধাত্রীরা জানেন, আমরা জানি কয়েক বছর আগে মেডিক্যাল কমিউনিটি এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করেছেন, শক্তিশালী অ্যান্ডোক্রাইন হর্মোন যেটাকে অক্সিটোসিন বলে এটি পিটুইটারি গ্ল্যান্ডে উৎপন্ন হয় তখন যখন ব্রেস্টে স্টিমুলেট করা হয় আর এটি জরায়ুতে সংকোচন সৃষ্টি করে। আমরা প্রসুতি মহিলাদের ক্ষেত্রে এর উৎপাদনকে ত্বরান্বিত করি। আমরা এটা সুখ প্রদানের মাধ্যমেই করি IV Drip এর পরিবর্তে। তিনি এটাকে এভাবে বলেছেন, যে যৌনশক্তি একটি শিশুকে ভেতরে রেখেছে একই যৌনশক্তি তাকে বের করেও আনতে পারে। (৫)

আমরা যদি শিশুজন্মদান ও দুধ উৎপাদনের নিউরোলজি এবং বায়োলজি দেখি তবে আপনি দেখবেন এটি মূলত পুরপুরি নকশা বা ওয়্যার্ড করা নয়। এটাকে মোকাবিলা করার জন্য, ভ্যাজাইনা চিন্তা ও আবেগের ফলে সিগনাল পাঠায় কারণ প্রসব চলাকালীন ও ডেলিভারির সময় জরায়ু__ব্রেস্ট ল্যাক্টেশন সিগনাল প্রেরণ করে যা এসব চিন্তা ও আবেগের জন্ম দেয়।

যখন একটি শিশু জন্মনালীতে প্রবেশ করে, এই সংকোচন মায়ের মস্তিষ্কের অক্সিটোসিনকে ট্রিগার করে। এটাকে স্নেহের সাথে “আদুরে কেমিক্যাল” বলা হয়৷ অক্সিটোসিন হলো এমন একটি হর্মোন যেটি প্রসবোত্তর সময়কালীন জন্ম ও স্তন্যদানে ভূমিকার জন্য সুপরিচিত এবং এটি মা ও শিশুর মধ্যে অ্যাটাচমেন্ট বা বন্ধন জন্ম দেয়। এটি নারী ও পুরুষ দুজনের ক্ষেত্রেই অর্গাজমের সময় নির্গত হয় এবং ব্রেনের একটি নিউরোট্রান্সমিটার হিসেবে দায়িত্ব পালন করে। যা বন্ধন ও আস্থা নির্মানে সহযোগিতা করে। অক্সিটোসিনের মত হর্মোন আপনার ভয় কমাতে পারে, আচরণগত বাধা জন্ম দিতে পারে, সামাজিক আচরণের প্রকাশভঙ্গী ত্বরাণ্বিত করতে পারে, যেমনঃ পেয়ার বন্ডিং, যৌন এবং মাতৃত্বের আচরণ। একটি নারী ইঁদুর যার পূর্বের কোনো মাতৃত্বের অভিজ্ঞতা নেই সেও অক্সিটোসিনের অ্যাডমিনিস্ট্রেশনে এসে মাতৃত্বের আচরণ প্রদর্শন করে এবং ট্রিটমেন্টের মাধ্যমে তাকে অক্সিটোসিন বিরোধী করে সম্পূর্ণরূপে এ আচরণগুলো বিলুপ্ত করে দেয়া যায়।(৬)

ফিমেইল প্র‍্যাইরি ভোল অক্সিটোসিনের উপস্থিতিতে দ্রুত যুগল বন্ধন উন্নত করে এবং অক্সিটোসিন হারিয়ে ফেললে সে তার উৎসাহ হারিয়ে ফেলে। উপখ্যানগতভাবে, সিজারিয়ান সেকশনের কিছু নারী প্রথম দিকে তাদের নবাগত সন্তানের সাথে কোনো বন্ধন তৈরি করতে পারেনা। এ সকল নারীদেরকে প্রসব চলাকালীন দীর্ঘ সময় দেয়া হয়নি মায়ের ভালোবাসা উন্নয়নের জন্য। যে জন্য তাদের মাঝে কেমিক্যালি এটা উন্নত হয়নি। যখন একজন নবজাতক তার মায়ের স্তন চোষে তখন সেই চোষার প্রতিচ্ছবিও মায়ের মস্তিষ্কের অক্সিটোসিনকে ট্রিগার করে। আর এতে করে শিশুটি বায়োকেমিক্যালি তার মায়ের মস্তিষ্কের ভেতর ভালোবাসার অনুভূতি জন্ম দেয় এবং অ্যাটাচমেন্টের উপলব্ধি।

Gene switches make prairie voles fall in love | Nature

আমি আমার জরায়ুতে এ ধরণের কিছু চিন্তার অভিজ্ঞতা অর্জন করেছি। ২০০০ সালে, তখন আমি লিখেছিলাম, কীভাবে অক্সিটোসিন আমাকে ভদ্র করে তুলেছিল , আরো অধিক দ্বন্দ্ব বিরূপ , বিশেষ করে সুন্দর, যখন আমি প্রেগন্যান্ট ছিলাম।(৭) আমার জরায়ু আমার জন্য আমার কিছু চিন্তা করেছিল। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও এবং সচেতনভাবে আমার স্বায়ত্বশাসিত ও সচেতনভাবে আআত্মপ্রত্যয়ী ফেমিনিস্ট ব্রেনের সাথে মধ্যস্ততা করে। আমার সিজার করা হয়েছিল। সিজার করার পর আমি আমার সন্তানের প্রতি ডিলেইড অ্যাটাচমেন্ট অনুভব করি।

সিজার করার কারণে আমার জরায়ু সংকোচনের সুযোগ পায়নি আর এজন্য আমার মস্তিষ্কে সন্তানের প্রতি আবেগীয় বন্ধন তৈরির জন্য কোনো অক্সিটোসিন তৈরি হয়নি। যেজন্য তার প্রতি আমার বন্ধনের চেতনা তৈরি হয়নি। এটি কোনো ভিত্তিগত ধারণা নয় যে জীববিজ্ঞান কনসাসনেসকে কন্ডিশন দিতে পারে; এটি সুপ্রতিষ্ঠিত যে জরায়ুর সংকোচন , দুধ খাওয়ানোর সময় ব্রেস্টের নিপল ফিমেইল কনসাসনেসের মধ্যস্ততা করতে পারে। আর তাই এটা বলা অদ্ভুত নয় যে, ভ্যাজাইনার জীববিজ্ঞান, সেক্সের প্রসঙ্গে এসে , ফিমেইল কনসাসনেসে মধ্যস্ততা করে।

গবেষকরা এখন অজস্রবার নিশ্চিত করেছেন, খারাপ চাপ নারীর জাগরণ ও ভ্যাজাইনয় নেগেটিভ প্রভাব বিস্তার করে। যখন একজন মহিলা হুমকি অথবা অনিরাপত্তাবোধ করে, ANS-এর সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম __যেটি প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের পার্টনার সেটি চালু হয়ে যায়। এটি যুদ্ধ করো এবং পালাও ( ফাইট এন্ড ফ্লাইট) প্রতিক্রিয়ার নিয়ন্ত্রক। এ সময় মস্তিষ্কে অ্যাড্রেনালিন ও ক্যাটেকোলামাইনস রিলিস হয়। অপ্রয়োজনীয় সিস্টেম যেমনঃ ডাইজেশন এবং হ্যাঁ, সেক্সচুয়াল প্রতিক্রিয়া, শান্ত হয়ে যায়, সঞ্চালন সংকুচিত হয় কারণ পালানোর জন্য অথবা যুদ্ধ করার জন্য শরীরকে প্রয়োজনীয় রক্তের বন্দোবস্ত করে দিতে হয় এবং শরীরের মেসেজ হলো, আমাকে এখান থেকে সরিয়ে ফেলো। মেস্টন এবং গোর্যালকার কাজ থেকে আমরা জানতে পারি, এমনকি যোনিকে কেন্দ্র করে অস্পষ্ট মৌখিক থ্রেট অথবা নেগেটিভ ভাষা একজন নারীর যৌন প্রতিক্রিয়াশীলতাকে থামিয়ে দিতে পারে।

আমার শব্দগুলোকে ওমেন সেক্সচুয়ালিটির মাইন্ড ও বডি কানেকশন হিসেবে নেয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যদি স্বামী অথবা প্রেমিক থাকে তবে আপনি এ সিম্পল এক্সপেরিমেন্টটি করতে পারেন। কয়েক মুহূর্ত অপেক্ষা করুন , আপনার নারীত্ব সম্পর্কে কোনো সঙ্গীর নিকট থেকে একটি প্রশংসা শোনার জন্যঃ তারপর তাকে আপনার নিপল স্পর্শ করার সুযোগ দিন। সে যদি সঠিক লাইনে কথা বলতে থাকে, আপনি দেখবেন আপনার ভ্যাজাইনা তাকে কীভাবে সাড়া দেয়া শুরু করেছে। আপনার যোনি আক্ষরিক অর্থেই আকুল হয়ে উঠে আপনার ভালোবাসার মানুষের হাতের কাছে খুলে যাওয়ার জন্য, আপনার যোনি চায় তার হাতটিকে ঢুকিয়ে দিতে অথবা ঠিক একই কাজটি করতে চায় তার পেনিসের সাথে।

এবার আর একটি এক্সপেরিমেন্ট করুন। যদি আপনার প্রেমিক আপনার সাথে অফেন্সিভ ভাষায় কথা বলে। তবে খেয়াল করে দেখুন যখন সে আপনার নিপল স্পর্শ করে আপনার কেমন লাগে। এটি অসামঞ্জস্যপূর্ণ যে আপনি আনন্দের সাথে আপনার স্পর্শগুলোকে সহ্য করছেন অথবা স্বাগত জানাচ্ছেন। অধিকাংশ মানুষই রাগান্বিত অবস্থায় স্পর্শ পছন্দ করেনা কিন্তু নারীরা পুরুষের চেয়ে বেশি আপসেট হয়ে উঠে।

আমাদের দেহের প্রতিক্রিয়াগুলোর পার্থক্য এ ধরণের মুহুর্তে নারী ও পুরুষের সংযোগ জটিল করে তুলতে পারে। বিভিন্ন পদ্ধতির কথোকপথনে মহিলাদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার একটি বিশাল তাৎপর্য রয়েছে যে জন্য নারী ও পুরুষের অসংখ্য যৌন পদক্ষেপ লাইনচ্যুত হয়ে যায়, এটি নারী ও পুরুষ দুজনের জন্যই বড় দুঃখ ও হতাশা; মহিলাটি আক্ষরিক অর্থেই কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নিতে পারেনা যদি তার প্রেমিক খুব সাম্প্রতিক তাকে মৌখিকভাবে অসম্মান করে থাকে এবং শাব্দিকভাবে আগেই তার ভেতরের দেবীকে শান্ত করতে ব্যর্থ হয়। যা অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন নিঃস্বরণের মাধ্যমে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমকে প্রস্তুত করে এই জাদুকরী কাজটি করার জন্য।

প্রেমের প্রথম ফ্ল্যাশে, একজন পুরুষ নারীর সাথে এমন সব কথা বলে যা থাকে গভীরভাবে রিলাক্স করে তোলে। যা সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের কাজকে সমর্থন করে। আর এতে করে তাদের পেলভিক নিউরাল নার্ভ সক্রিয় হয়ে যায়; আর তারপর নারীর মস্তিষ্কে সুক্ষ্ম হর্মোনাল অ্যাকটিভিটি জাগিয়ে তোলে। কিন্তু একবার যখন রিলেশনশিপ সিকিউর ও ফিক্স হয়ে যায় তখন পুরুষটি এ ধরণের মাদকতাপূর্ণ কথাগুলো বন্ধ করে দেয় এবং তারা আর রিলাক্সিং কেয়ার করেনা অথবা দুটোই একসাথে বন্ধ করে দেয়। এটি একটি ভুল। কিন্তু বিস্ময়কর নয়। দীর্ঘস্থায়ী আদরে সংক্ষিপ্ত সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগে, অধিক লক্ষ ভিত্তিক প্রণয়। কেউ কেউ বলেন এজন্য পুরুষের কাছ থেকে আরও অধিক প্রচেষ্টার চুক্তি প্রয়োজন। এজন্য আসলেই পুরুষদের অনেক বেশি ফোকাস লাগে৷ আমাদের সংস্কৃতি এ ধরণের আদর ও শব্দকে বলে বাস্তব কর্মের একটি প্রস্তাবনা___ এ ধারণাটিকে যে শব্দের মধ্যে প্রোথিত করা হয়েছে তা হলো ফোরপ্লে __আর এজন্য এটাকে সেক্সচুয়াল এক্সট্রা হিসেবে দেখা হয়। শব্দ, কর্ম ও অঙ্গভঙ্গির সম্পূর্ণ সেট যেগুলো ছাড়া একজন নারী জাগ্রত হয়না যেটাকে আমি দেবীর পাখা বলি, যেগুলো আমাদের সমাজে ভোজের তুচ্ছ দাওয়াত হিসেবে দেখা হয়, স্বয়ং ভোজ হিসেবে নয়।।

কিন্তু যখন আপনি অটোনোমিক নার্ভাস সিস্টেমের সম্পূর্ণ ভূমিকা বুঝতে পারবেন যেখানে অযৌন স্পর্শ, সম্মোহনী এবং প্রশংসাময় শব্দ, এবং নিরাপত্তার গুরুত্বপূর্ণ সংবেদন এবং অনন্যভাবে মূল্যায়িত হওয়া, লিখে রাখুন, এখানে কী ভয়ানক ভুল কাজ করছে। সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম এই সংবেদনগুলোকে এভাবে ট্রান্সমিট করবেনা। এটি হলো অটোনোমিক নার্ভাস সিস্টেমের আর একটি অংশ যেটি ফ্লাইট এন্ড ফাইট তথা যুদ্ধ করো অথবা পালাও মুডের বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে। কিন্তু ভদ্র যত্মশীলতা, শব্দ ইত্যাদি যেমনটি আমি বলেছি, নারীর জাগরণকে প্রভাবিত করে।

যখন এটি ফিমেইল ব্রেন কানেকশন থেকে ফিমেইল বডিতে আসে, যেহেতু ব্রেন ANS এর মধ্যস্ততা করে এবং এর দ্বারাও মধ্যস্ততা হয়, এটি পরিচ্ছন্ন যে অঙ্গভঙ্গি, স্পর্শ, চুম্বন এবং শব্দ এক্সট্রা নয়। এগুলো নারীর ANS অ্যাকটিভেট করার পেছনে অখণ্ড অংশ। আর এ ধরনের শব্দ ও অঙ্গভঙ্গি মহিলাদের বলে যে এটি একটি নিরাপদ পরিবেশ। আমাদের সংস্কৃতির এক রৈখিক, লক্ষ্য নির্ধারিত সেক্স মডেল নারীদের মধ্যে ফ্রাস্টেশন তৈরি করে আর তারা অস্তিত্বগতভাবে খুব অসুখী হয়___যদিও তারা অর্গাজম অর্জন করে। যেহেতু আমাদের সংস্কৃতিতে অর্গাজমকে লক্ষ্য হিসেবে দেখা হয়, এটি কিছুটা বিভ্রান্তিকর। ভালো উদ্দেশ্যসম্পন্ন পুরুষ বোধগম্যভাবে দ্বিধাগ্রস্ত হবে যখন তারা দেখবে তাদের প্রেমিকার মেজাজ খিটখিটে ও অসন্তুষ্ট এবং তারা সময়ের সাথে পুরোপুরিভাবে পর্যাপ্ত প্রেম তৈরি করবে।

কিন্তু একজন পুরুষ যে সত্যিকার অর্থেই তার গার্লফ্রেন্ড অথবা স্ত্রীকে সুখী করতে চায় তাকে খুব সিম্পলি অটোনোমিক নার্ভাস সিস্টেমকে বুঝতে হবে। এবং ভ্যাজাইনার জীবন সম্পর্কে গভীর বোধ থাকতে হবে। এ ধরণের মানুষদের মধ্যে অনেক বেশি তান্ত্রিকতা দেখা দেবে, তারা বিছানায় অধিক সংবেদনশীল থাকবে কিন্তু গুরুত্বপূর্ণভাবে সে অনেক বেশি মনোযোগী থাকবে একজন নারী তার জীবনে মূলত কী চায়। তাকে ভুলে যেতে হবে বিগত প্রেমিকার সাথে কাজ করার সময় সে কী ভেবেছিল, তাকে প্রথম থেকেই শিখতে হবে, তার স্বতন্ত্র প্রতিক্রিয়াকে অনুসরণ করে। প্রচলিত বিষমকামী সেক্সের নকশা থেকে বেরিয়ে তাকে আরো বেশি উদ্ভাবনী ও সৃজনশীল হতে হবে। একজন নারীর প্রেমিককে অনেক বেশি ধৈর্যশীল, স্পর্শকাতর হতে হয় এবং তার থেকেও বেশি সময় দিতে হয় যা সে প্রাথমিক ভাবে চিন্তা করেছে। তাকে অবশ্যই নারীর মনের প্রতি অধিক কৌতুহলী হতে হবে, তার চাপ ও বিশ্রামের লেভেলের প্রতি, তার শরীরের সম্পূর্ণ চামড়ার প্রতি, তার কানে নিশ্বাসের প্রতি, ভারী স্পর্শ, লাইটার স্পর্শ; চোখের দিকে স্থিরভাবে তাকানোর কৌতুহল, লাইট কিসিং, ডিপ কিসিং, স্ট্রোক করার জন্য অধিক উৎসাহ এবং তার প্রতি যত্ম যেনো সে মহিলাটি বুঝতে না পারে যে এখানে লক্ষ্য বাস্তবায়নের জন্য কোন অ্যাজেন্ডা কাজ করছে।

Women's Clitoris, Vagina, and Cervix Mapped on the Sensory Cortex: fMRI  Evidence - ScienceDirect

কিন্তু কতটা যথার্থভাবে সেক্সচুয়াল নিউরাল ফাংশন কাজ করে? নেটার ইমেজে দেখুন অটোনোমিক নার্ভাস সিস্টেম কীভাবে যৌনাঙ্গকে নিন্মতর স্পাইনাল কর্ডের সাথে কানেক্ট করে দিচ্ছে। এ ছবি দেখায় যে মেরুদণ্ড এবং স্নায়ুর মূলের একটি ঘনিষ্টতা যা মেরুদণ্ডের সিগনালকে ভ্যাজাইনার সাথে সম্পৃক্ত করে এবং ভাইস ভার্সা। এই ইমপালস নারীর ব্রেনে এসে শেষ হয়। সকল নিউরোট্রান্সমিটার সিগনালই ক্লাইটোরিস, ভ্যাজাইনা, সার্ভিক্স ও স্পাইনাল কর্ড থেকে প্রেরিত হয় আর তারপর তারা মস্তিষ্কের হাইপোথালামাস এবং ব্রেন স্টেমে যায়।

Nerves of Pelvic Viscera: Female Flashcards | Memorang

পিটুইটারি গ্ল্যান্ড মস্তিষ্কের নিচে এবং হাইপোথালামাস এর একটু উপরে। পিটুউটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কারণ এটি ব্রেন ও বডিতে হর্মোন রেগুলেট করে __ বিশেষ করে উৎপাদন যেমন অক্সিটোসিন __ একটি কেমিক্যাল যেটি ভালোবাসা, বন্ধন, বিশ্বাস ও অ্যাটাচমেন্টের জন্য জরুরি। পিটুইটারি গ্ল্যান্ড হলো এমন একটি স্থান যেখানে সকল প্রকার ইমোশনাল একশন সংঘটিত হয়। এটি হলো একটি জায়গা যেখান থেকে ডোপামিন সিস্টেম নিয়ন্ত্রিত হয় যা আপনাকে কম অথবা বেশি জাগ্রত করেঃ আর একটি মিডব্রেন ডোপামিন সিস্টেম আপনাকে উদ্দীপিত ও মনোযোগী করে তোলে, সেক্স চলাকালীন সময়ের পূর্বে। ডোপামিন আপনার জাগরণ ও আকাঙখার সাথে জড়িত। অক্সিটোসিন এবং অন্যান্য ইমোশন জেনারেটিং হর্মোন যা আপনাকে আপনার প্রেমিক সম্পর্কে ভাবতে বাধ্য করে অন্যথায় এ বিরক্তিকর অভ্যাস খুবই সুন্দর, হাইপোথালামাসে প্রক্রিয়াজাত করা হয়। এবং প্রোল্যাক্টিন যা আপনাকে অবশেষে বিছানা থেকে উঠে কিছু লন্ড্রি পেতে সাহায্য করে এবং অন্য কোনো কাজ করতে সেটিও হাইপোথালামাসে প্রক্রিয়াজাত হয়। আর তাই এটা বলা সঠিক যে, ভ্যাজাইনা প্রণয়ের সময় সংকেত প্রেরণ করে যা কনসাসনেসের মধ্যস্ততা করে।

নারীর পেলভিসে জীবন্ত সুতার জট অন্তরঙ্গভাবে মেরুদণ্ডের মাধ্যমে মস্তিষ্কে যোগাযোগ করে। কেমিক্যাল স্নানের এ স্থানান্তরের সাথে __অপিওয়েড এবং অক্সিটোসিন ট্রিগার হয় যা অর্গাজমের সময় নির্গত হয়ে থাকে ৷ আমরা হয়তো দেখেছি, আমরা যখন কারো প্রেমে পড়ি শারীরিক ব্যাথা করে। আর এ জন্যই নারীরা অবাধ, নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, যেটাকে বলে সমাধি স্তর যা মস্তিষ্কের বিভিন্ন অংশের সাথে জড়িত।

Nerves of the Female Pelvis | Doctor Stock

যদিও সুক্ষ্ম। তবে এই নেটওয়ার্ক যা আমাদের ভগাঙ্কুর, ভালভাস এবং যোনিতে অন্তর্নিহিত তা অবিশ্বাস্যভাবে শক্তিশালী: এখানে যে অর্গ্যাজমিক প্লেজার তৈরি হয় তা আমাদের মস্তিষ্কে সিগনাল প্রেরণ করে ক্ষমতা সহকারে যা আমাদের ম্যানিস্ট্রুয়াল ও হর্মোনাল সাইকেল নিয়ন্ত্রণ করে। আমাদেরকে কমবেশি উর্বর করে তোলে। প্রেমিকের ঘ্রাণ আমাদের শান্ত করে তোলে অথবা আমাদের ভ্যাজাইনা লুব্রিকেট হয়ে উঠে যখন আমাদের প্রশংসা করা হয়। একই টোকেন দ্বারা মস্তিষ্ক ভগাঙ্কুর, ভালভা এবং যোনিতে সিগনাল পাঠায়, নির্দেশ করে কখন সঠিক সময় ও পরিস্থিতি উপস্থিত হবে যে পরিস্থিতিতে তৈলাক্তকরণ, রক্ত দিয়ে ফ্লাশ, ক্লাইম্যাক্স এবং বন্ধন তৈরি হয়। এই নেটওয়ার্ক শরীরের সকল রিলেভেন্ট নেটওয়ার্ক থেকে এতটাই প্রভাবশালী যে আমরা যদি সেক্সচুয়ালি প্রত্যাখ্যাত হই তবে, এই মেসেজ এ পথ দিয়ে মেরুদণ্ড থেকে মস্তিষ্কে যাবে এবং মস্তিষ্কে হর্মোনাল রিঅ্যাকশন তৈরি করবে যা আমাদের মধ্যে ডিপ্রেশনের নেতৃত্ব দেবে এবং এটি আমাদের ইনজুরি ও হার্ট ডিজিজের ঝুঁকি বাড়িয়ে দেবে।। এ নেটওয়ার্ক প্রতিনিয়ত আমাদের মুড, সেনসেশন, ইমোশন আমাদের মস্তিষ্কে প্রেরণ করে, আমার ব্রেন থেকে সেটা যায় ইনার ও আউটার স্কিনেঃ এটি স্বয়ং ভ্যাজাইনা নয় কিন্তু যা কিছু আমরা অনুভব করি সবকিছুর আড়ালে এই নেটওয়ার্ক কাজ করে, যা প্রতিটি নারীকে ভিন্ন ভিন্ন ভাবে কম্পিত করে, ভিন্ন ভিন্ন যৌন স্পর্শে, যা স্বয়ং ফিমেইল কনসাসনেসকে ফ্ল্যাকচুয়েট করে। যেহেতু এ পথগুলোতে বারবার এ বার্তাগুলো উঠানামা করে__ একটি প্রবাহ যেটি নারী যৌন আকাঙখা দ্বারা উচ্চতর হয়।

যদি কোথাও ফেমিনিটি থাকে তবে আমি বলবো এটিও সেখানে থাকবে, একটি ইলেক্ট্রিক ইনওয়ার্ড নেটওয়ার্ক যেটি পেলভিস থেকে মস্তিষ্কে সম্প্রসারিত।

এ স্নায়ুবিক পথ, এবং অন্যান্য প্রমাণ, আমাদের নিকট ব্যাখ্যা করে কেনো নারীর যৌনতা সম্পর্কে আমাদের ধারণা ভুল। ১৯৬৬ সালে মাস্টারস অ্যান্ড জনসন Human Sexual Response লিখেন, তাদের গবেষণার ভিত্তি ছিল ল্যাবরেটরিতে নারী ও পুরুষের অর্গ্যাজমের উপর ভিত্তি করে। আমাদের সংস্কৃতি সেক্সচুয়াল প্রতিক্রিয়াশীলতার স্বতন্ত্র মডেল গ্রহণ করেছে যা তারা আলোচনা করেছে যে, উত্তেজনা, আধিক্যতা, অর্গাজম এবং রেজোলিউশন নারী ও পুরুষ দুজনের জন্য সমান। (৯)ভ্যাজাইনা সম্পর্কে তাদের সামারি ছিল, যৌন প্রতিক্রিয়া একটি বেসিক প্যাটার্ন উন্নত করে উদ্দীপকের উৎস নির্বিশেষে, যা আমাদের আধুনিক বিজ্ঞান বলছে খুবই সরল। এমনকি আজও আমাদের সমাজ নারী ও পুরুষের সেক্সচুয়ালিটিকে সমান অথবা প্যারালাল মনে করে, যেখানে একমত প্রকাশ করা হয় যে কিছুকিছু নারীর রিফ্রেক্টরি পিরিয়ডের পূর্বেই অর্গাজম হয় পুরুষের রেস্ট টাইমের তুলনায়। এই হিউম্যান সেক্সচুয়াল মডেলকে স্বাধীন হিসেবে দেখা হয়, এটি নারীদের সেক্সচুয়াল প্রয়োজনীয়তাকে অনুমোদন দেয়, এবং নারীবাদের দ্বিতীয় তরঙ্গ ও যৌন বিপ্লবের সাথে ফিট হয়ে যায়, একটি আরামদায়ক ধারণা যে নারীর সেক্সচুয়ালিটি অন্ততপক্ষে পুরুষদেরই মতো।

রোসেমারি ব্যাসন, এম.ডি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলোম্বিয়া, আরভি বিনিক ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, কিউবেক এন্ড বেরি, R-কোমিসারুক নিউ জার্সির রুটেগার বিশ্ববিদ্যালয় ___নিশ্চিত করেছেন যে, নারীদের মধ্যে অনেক বৈচিত্র‍্যতা আছে যা বেসিক মডেল থেকে অনেক দূরে।(১০) এটা বলা অধিক যথার্থ যে, নতুন বিজ্ঞানের উপর ভিত্তি করে, ফিমেইল সেক্সচুয়ালিটির সাথে মেল সেক্সচুয়ালিটির কিছু উপরিগত মিল আছে। অতিরিক্ত পর্যায়ের অভিজ্ঞতা এবং সংবেদনও মাঝেমধ্যে এক্ষেত্রে জড়িত। (১১) নারীর যৌনতা তুচ্ছ ফিমেইল ভার্সন যৌনতা থেকে অনেক বেশিকিছু যা একটা সময় মনে করা হতো এবং অনেক সময় পুরুষের “জাস্ট সেক্স” দৃষ্টিকোণ থেকেও।

তারা আবিষ্কার করেছে যে, ভ্যাজাইনা ও ব্রেনকে পুরোপুরি আলাদাভাবে বিবেচনা করা যায়না: ব্যাসন আবিষ্কার করেন যে, একজন নারীর সেক্সচুয়াল জাগরণের সাবজেক্টিভ সেন্স তার মন দিয়ে পরিমাপ করতে হবে, শরীর দিয়ে নয়। কোমেসারুক এবং তার দল আবিষ্কার করেন যে, নারীর যৌন জাগরণ এবং অর্গাজম, স্পাইনাল কর্ড আক্রান্ত মহিলার শুধুমাত্র মানসিক ব্যাপার। (১২)

Brain activation during vaginocervical self-stimulation and orgasm in women  with complete spinal cord injury: fMRI evidence of mediation by the Vagus  nerves - ScienceDirect

আমার ভ্রমণ আমাকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত উপনীত হতে সাহায্য করছে, কয়েকজন হিলার, টিচার এবং প্রাক্টিশনার ছাড়া, আমরা মূলত, আমাদের সমস্ত স্বাধীনতার জন্য ভ্যাজাইনাকে যৌন আদর্শ দ্বারা সীমাবদ্ধ করেছি যা প্রকৃতপক্ষে স্বাধীনতা থেকে অনেক কম এবং এটি মাঝেমাঝে নতুন, “নিতম্ব” অথবা ” সেক্সি” ফর্মের একটি প্রাচীনধারার দাসত্ব ও নিয়ন্ত্রণ। অথবা আমরা ভ্যাজাইনার প্রকৃত চরিত্র এবং ডায়মেনশনালিটি বুঝতে ব্যর্থ হয়েছি। আমি অন্তর্ভুক্ত করতে চাই যে, ভ্যাজাইনা এখনো পশ্চিমাদের থেকে স্বাধীন নয় যা আমাদের বিশ্বাসের প্রতিনিধিত্ব করে __কারণ এর প্রকৃত ভূমিকা মারাত্মকভাবে ভুল বোঝা হয়েছে এবং ভ্যাজাইনাকে করা হয়েছে অসম্মান।

তথ্যসূত্রঃ

Chapter 2: Your Dreamy Autonomic Nervous System

  1. Cindy M. Meston and Boris B. Gorzalka, “Differential Effects of Sympathetic
    Activation on Sexual Arousal in Sexually Dysfunctional and Functional
    Women,” Journal of Abnormal Psychology, vol. 105, no. 4 (1996): 582–91.
  2. Herbert Benson, M.D., The Relaxation Response (New York: Avon, 1976).
  3. Janniko R. Georgiadis and others, “Regional Cerebral Blood Flow Changes
    Associated with Clitorally Induced Orgasm in Healthy Women
    ,” European
    Journal of Neuroscience, vol. 24, no. 11 (2006): 3305–16.
  4. Naomi Wolf, Misconceptions: Truth, Lies and the Unexpected on the Journey
    to Motherhood
    (New York: Doubleday, 2001), 165–67.
  5. Ina May Gaskin, Spiritual Midwifery (Nashville, TN: Book Publishing
    Company, 2002), 86, 440–41.
  6. Carter, 1998, cited in Mark R. Leary and Cody B. Cox, “Belongingness
    Motivation: A Mainspring of Social Action,” in Handbook of Motivation
    Science, ed. James Y. Shah and Wendi L. Gardner (New York: Guildford Press,
    1998), 37.
  7. Wolf, Misconceptions, 118, 141.
  8. Netter image 3093, www.netterimages.com/image/3093.htm.
  9. William H. Masters and Virginia E. Johnson, Human Sexual Response (New
    York: Ishi Press, 2010), 69.
  10. Rosemary Basson, “Women’s Sexual Dysfunction: Revised and Expanded
    Definitions,” CMAJ, 172, no. 10 (May 2005): 1327–1333.
  11. The female pelvic neural structure is so complex that at least one researcher,
    Hanny Lightfoot-Klein, found that Sudanese women who have been clitorally
    excised and even infibulated still report having some kinds of orgasms. Hanny
    Lightfoot-Klein, “The Sexual Experience and Marital Adjustment of Genitally
    Circumcised and Infibulated Females in the Sudan,” Journal of Sex Research,
    vol. 26, no. 3 (1989): 375–92.
  12. Barry R. Komisaruk and others, “Brain Activation During Vagino-Cervical
    Self-Stimulation and Orgasm with Complete Spinal Cord Injury: fMRI
    Evidence of Mediation by Vagus Nerves”: “Women diagnosed with complete
    spinal cord injury . . . have been reported to perceive, and respond with
    orgasms to, vaginal and/or cervical mechno-stimulation.” Brain Research 1024
    (2004): 77–88. www.sciencedirect.com/science/article/piis0006899304011461.

আগের পর্বগুলো পড়ুন: