Can't find our books? Click here!
সেলফিশ জিনের চোখে যৌনতা

সেলফিশ জিনের চোখে যৌনতা

সেলফিশ জিনের চোখে যৌনতা

 

 

সেলফিশ জিন থিওরি অনুসারে যৌনতার উন্মেষ শুধুমাত্র সন্তান উৎপাদন করার জন্যে নয় বরং প্রজননের পূর্বে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে সঙ্গীর শক্তি ও সামর্থ নির্ণয় করার জন্যেও যৌন প্রজনন পদ্ধতি বিকশিত হয়েছে।কারণ সেক্সের মাধ্যমে সঙ্গীর শারীরিক ও মানসিক সামর্থ সম্পর্কে একটি সার্ভাইভাল মেশিন সঠিক ধারণা লাভ করতে পারে।একজন সঙ্গী যদি শারীরিক ও মানসিকভাবে দূর্বল হয় তবে জিনগতভাবে তার সে বৈশিষ্ট্য হয়তোবা পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে!আর দূর্বল ও সামর্থহীন কোনো সঙ্গীর পক্ষে সন্তানের লালন পালনের মতো একটি অতি সংবেদনশীল দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব নয়।এতে করে অধিকাংশ সন্তান অপুষ্টিতে আক্রান্ত হয়ে অল্প বয়সে মারা যেতে পারে।আমরা জানি যে প্রাকৃতিক নির্বাচনের একক হিসেবে জিন স্বার্থপর।আর এ স্বার্থপর জিনের প্রধান উদ্দেশ্য হলো তার নিজের সংখ্যাবৃদ্ধি করা।যদি একটি প্রাণী যৌন প্রজননের প্রকৃয়ায় কোনো দূর্বল সঙ্গীর সাথে তার জিনের ক্রসিং ওভারের মাধ্যমে সন্তান উৎপাদন করে তবে জিনপুলে সে’ই অপেক্ষাকৃত শক্তিশালী জিনটির প্রভাব কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং জিনপুলে এমন কিছু জিন ডোমিনেন্ট হয় যারা সে’ই শক্তিশালী জিনের স্বার্থপর উদ্দেশ্যকে ব্যাহত করে!আর মোনার্ড স্মিথের বিবর্তনীয় স্থিতিশীলতা কৌশল হিসেবে এটা খুব একটা কার্যকরী নয়!আর এ জন্যে অবশ্যই জিনের জন্যে এটি কোনো সুবিধাজনক পদ্ধতি হবেনা সঙ্গীর শারীরিক সামর্থ যাচাই না করে তার সাথে প্রজননের সিদ্ধান্ত গ্রহণ করা।

তারচেয়ে বরং স্বার্থপর জিনের জন্যে এটাই সুবিধাজনক হয় যদি প্রজননের পূর্বেই সে তার প্রত্যাশিত সঙ্গীটির সাথে সঙ্গম করে তার শারীরিক সামর্থ সম্পর্কে অবগত হয়।এ পদ্ধতিতে জিন তার জন্যে এমন সব সার্ভাইভাল মেশিনকে নির্বাচন করতে পারবে যে সকল সার্ভাইভাল মেশিন জিনগত ভাবেই অপেক্ষাকৃত অধিক শক্তিশালী।ঠিক এ কারণেই প্রাণীদের মস্তিষ্কে বিবাহ পূর্ব যৌনতার প্রতি আকর্ষণ তীব্র হয়।মানব সমাজে বিবাহ পূর্ববর্তী যৌনতাকে নিষিদ্ধ করা হলেও এটি আমাদের ভেতর থাকা স্বার্থপর জিনের সাথে সম্পূর্ণ স্ববিরোধী!আর আমরা বিবর্তনীয়ভাবে মিলিয়ন বছর পূর্ব থেকেই বিবাহ পূর্ববর্তী যৌনতার জন্যে নির্দেশনা প্রাপ্ত!তাই বিয়ের পূর্বের সেক্স করা যাবেনা এ কথটির জিনগত কোনো ভিত্তি নেই, বিয়ের পর সেক্স করাটাই বরং জিনগত দৃষ্টিতে অবৈধ ও ক্ষতিকর!

তথ্যসুত্রঃ

 

আমাদের প্রাসঙ্গিক আর্টিকেলগুলিঃ