প্যারাডক্সিক্যাল ইউনিভার্স
(হ্যালি বুঝতে পেরেছিলেন যে, ধুমকেতু যদি কক্ষপথে আবর্তিত হয়, যে কেউ এটিকে গণনা করতে পারবে কখন এটি আবার লন্ডনে দেখা দেবে। অতীতের রেকর্ড অনুসন্ধান করে, তিনি দেখতে পান যে ১৫৩১,১৬০৭ এবং ১৬৮২ সালে ঠিক একই কমেট এসেছিলো, যে ধুমকেতু আধুনিক ইংল্যান্ড তৈরির মূল কেন্দ্রবিন্দু ১০৬৬ সালে সেটিকে জুলিয়াস সিজার সহ ইতিহাসের অনেক ব্যক্তি দেখেছিলো। হ্যালি প্রেডিকশন করলেন এ ধূমকেতু সম্ভবত আবার ১৭৫৭ সালে ফিরে আসবে!) যখন ধুমকেতুটি ক্রিস্টমাস ডে’তে হ্যালির প্রেডিকশন অনুযায়ী ফিরে এলো, এটিকে হ্যালির ধুমকেতু হিসেবে উদযাপন করা হয়েছিলো! নিউটন, গ্রেভেটির ইউনিভার্সাল আইন বিশ বছর পূর্বেই আবিষ্কার করেছিলেন যখন ব্লাকপ্লেগ ক্রেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দিয়েছিলো এবং তাকে তার দেশের জমিদারি উলস্ট্রোর্পে ফিরে যেতে বাধ্য করা হয়েছিলো! তিনি স্নেহার্দ্রভাবে স্মরণ করতেন, যখন তিনি তার স্টেটে হাঁটছিলেন, তিনি দেখলেন একটি আপেল নিচে পড়েছে। তখন তিনি নিজেকে একটি প্রশ্ন করেন, আপেল যদি মাটিতে পতিত হয় চাঁদও কী তবে পতিত হবে? একটি সৃজনী প্রতিভার ঝাঁকুনিতে, নিউটন বুঝতে পারেন যে, আপেল ও চাঁদ এবং সকল গ্রহ একই গ্রেভিটেশনাল আইন মেনে চলে, তারা সবাই বিপরীতে বর্গক্ষেত্রের সূত্রানুযায়ী পতিত হয়। যখন তিনি বুঝতে পারলেন যে সতের শতকের গণিত এ বলকে ব্যাখ্যা করার ক্ষেত্রে একেবারেই দূর্বল তখন তিনি গণিতের নতুন একটি শাখা আবিষ্কার করেন, ক্যালকুলাস, যার মাধ্যমে আপেল ও চাঁদের মোশন নির্ণয় করা যায়। প্রিন্সিপিয়াতে, নিউটন আরো লিখেন ম্যাকানিক্সের আইন, গতির সুত্র যা সকল টেরিস্টিয়াল ও সিলেস্টিয়াল বডির ট্রাজেক্টরি নির্ণয় করে। এ আইনগুলো মেশিনের নকশার ভিত্তি, স্টিপ পাওয়ারের সজ্জা এবং লকোমোটিভ তৈরি করে যা শিল্প বিপ্লব ও আধুনিক সভ্যতার পথ নির্দেশ করে। বর্তমানে স্কাইস্ক্রেপার, প্রতিটি ব্রিজ, প্রতিটি রকেট তৈরি করা হয় নিউটনের গতির সুত্র ব্যবহার করে! নিউটন শুধু শ্বাশত গতির সুত্রই দেয়নি; তিনি বিশ্বদৃষ্টিও ঘুরিয়ে দিয়েছেন, আমাদেরকে আমূলভাবে মহাবিশ্বের নতুন ছবি প্রদান করে! “The Stage of life was no longer Surrounded by terrifying Celestial Omens; the same laws that applied to the actors also applied to the Set.”
বেন্টলি প্যারাডক্স
Bentley Paradox
অলবার প্যারাডক্স
OlBERS PARADOX
আইনস্টাইনের বিদ্রোহ
EINTIEN THE REBEL
প্যারাডক্স অব রিলেটিভিটি
Paradox of Relativity
বল হলো স্থানের বক্রতাঃ
Force as the Bending of Space

মহাবিশ্বের ভবিষ্যৎঃ
The Future of the Universe

The evolution of the universe has three possible histories. If Omega is less than
1 (and Lambda is 0), the universe will expand forever into the big freeze. If
Omega is greater than 1, the universe will recollapse into the big crunch. If
Omega is equal to 1, then the universe is flat and will expand forever. (The
WMAP satellite data shows that Omega plus Lambda is equal to 1, meaning that
the universe is flat. This is consistent with the inflationary theory.)

