আমার লেখা “ভালোবাসার ফসিল” বইটি ২০১৯ সালে প্রকাশ হয়েছিল। এ পর্যন্ত এ বইটির ১০,০০০ কপি সেল হয়েছে। হেলেন ফিশারের “অ্যানাটমি অব লাভ” নামক একটি গবেষণার রোডম্যাপ অনুসরণ করে এ বইটি লেখা হয়েছিল। যদিও হেলেন ফিশার এখন আর আমাদের মাঝে নেই, ২০২৪ সালে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন।
জীবদ্দশায় হেলেন ফিশারের সাথে আমার ইমেইলে কথা হয়েছিল। তিনি আমাকে একবার লিখেছিলেন, “তোমার কাজ দেখে আমি সত্যিই বিস্মিত। ভূগোল কখনো চিন্তার সীমা নির্ধারণ করতে পারে না—আর তুমি তার জীবন্ত উদাহরণ। দক্ষিণ এশিয়ার জটিল সামাজিক বাস্তবতায় বসে তুমি যে বিবর্তনের দৃষ্টিতে মানব-আকাঙ্ক্ষা ও প্রেমের ইতিহাসকে পুনর্গঠিত করছ, এটা শুধু প্রশংসনীয় নয়—এটা অত্যন্ত প্রয়োজনীয়।
হেলেন ফিশারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। তার কাছ থেকে আমি পূর্ণাঙ্গভাবে জেনেছিলাম, ভালোবাসা কারে কয়! বইটি লেখার পেছনে মূল অনুপ্রেরণা অভিজিৎ রায় ও বন্যা আহমেদ। আমার বইটি অভিজিৎ রায়কে উৎসর্গ করা হয়েছিল।
যাই হোক, ভালোবাসার ফসিল বইটিতে আর্ডিওপিথিকাস থেকে শুরু করে হোমোস্যাপিয়েন্স পর্যন্ত ভালোবাসার বিবর্তনের কমপ্লিট টাইমলাইন পাওয়া যাবে। প্রত্নতত্ত্ববিদরা আমাদের পূর্বসূরীদের ফসিল রেকর্ড বিশ্লেষণ করে, বহুগামিতা, একগামিতা, বিরহ, বিচ্ছেদ, ঈশ্বর, পরকাল ও নৈতিকতার একটি কমপ্লিট ইতিহাস বের করেছিলেন, যা এ বইটির আলোচনার বিষয়। এ বইতে ভালোবাসার জেনেটিক্স, বায়োলজি ও কেমিস্ট্রি নিয়েও লেখা হয়েছে।
বিবর্তন তত্ত্বের পরিপূর্ণ ক্ষমতা বোঝার জন্য এ বইটি আপনাদের সবার পড়া উচিত। বিশেষ করে কি করে ফসিল রেকর্ড দেখে মিলিয়ন মিলিয়ন বছর অতীত পূর্বসূরীদের সাইকোলজি জানা যায়। আমি কখনো চিন্তা করিনি প্রায় ৬০০ পৃষ্ঠার এ বইটি আমি সবার জন্য উন্মুক্ত করে দেব। কিন্তু আমি আন্তরিকভাবে চাই, মানুষ বিবর্তন ও বিবর্তনীয় মনোবিজ্ঞানের ক্ষমতা অনুভব করুক। আমার ফ্যান ও ফলোয়ারদের চিন্তারজগতের উন্নতি আমার কাজের পেমেন্ট। আপনারা আমাকে ভালোবাসবেন, আমাকে উৎসাহ ও উদ্দীপনা দিয়ে জাগ্রত রাখবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।
সম্পর্ক বিচ্ছেদের পর থেকে আমার জীবনের রিওয়ার্ড লাইন কেটে গেছে, আমি এখন ইমোশনাল ভ্যাকিউমের মধ্যে আছি, আপনারা আমার নতুন রিওয়ার্ড লাইন। কেউ যদি স্বেচ্ছায় আমার কাজের জন্য কোনো ডোনেশন দিতে চান, আমি আন্তরিকভাবে গ্রহণ করব। ভবিষ্যতে আমি আপনাদের জন্য উচ্চমাত্রিক কিছু কাজ করতে চাই। আর তাই আমি মনে করি আমার পূর্ববর্তী চিন্তার প্যাটার্ন সম্পর্কে আপনাদের একটি কমপ্লিট ধারণা থাকা উচিত।


