TMS প্রযুক্তির মাধ্যমে আপনি কী মিচিও কাকুর মতো ইন্টেলেকচুয়াল হতে পারবেন ? ?
আপনি কী মিচিও কাকু বা আইনস্টাইনের মতো শ্রেষ্ঠতম বিজ্ঞানী হতে পারবেন ? আপনার পক্ষে কী সম্ভব একইসাথে এবং একইসময় দুটো পেপার একসাথে পড়া ? আপনি কী ইচ্ছে করলেই অতীত এবং বর্তমানকে একসাথে স্মরণ করতে পারবেন ?
ম্যাথ, ফিজিক্স, আর্ট এবং মিউজিকে এক্সিডেন্সিয়ালি মাস্টার হওয়া কী সম্ভব আপনার পক্ষে ? আমরা জানি যে মানুষের মস্তিষ্কের লেফট হেমিস্ফিয়ারের কিছু অংশ ডি-একটিভেট হয়ে গেলে, রাইট হেমিস্ফিয়ার মস্তিষ্ককে ডোমিনেট করে আর ঠিক তখনই যে কেউ একজনের মস্তিষ্কে এক্সট্রা টেরিস্টিয়াল ক্ষমতা দেখা দিতে পারে। কিন্তু কীভাবে সম্ভব মস্তিষ্কের অন্য কোনো অংশের ক্ষতি না করে স্পেসিফিক্যালি লেফট ব্রেনকে সাইলেন্ট করে দেয়া ? হ্যা সম্ভব ! আমি প্রথমেই আলোচনা করেছিলাম TMS প্রযুক্তির কথা যেটার পূর্ণরূপ Transcranial Magnetic Stimulation। ট্রান্সক্রেনাল ম্যাগনেটিক সিমুলেশনের মাধ্যমে মস্তিষ্কের লেফট এন্টারিয়র ট্রম্পোরাল এবং অর্বিটোফ্রন্টাল কর্টেক্স সাইলেন্স করে দিলেই আপনার মাঝে অতিমানবিক ক্ষমতা দেখা দিতে পারে। ইউনিভার্সিটি অব সিডনি, অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ড.এলান স্নিডার TMS প্রযুক্তির মাধ্যমে তার কয়েকজন সাবজেক্টের লেফট ব্রেনের কিছু অংশকে সাইলেন্ট করে দিয়েছিলেন যার ফলশ্রুতিতে তাদের মধ্যে সেভেন্ট লাইক ক্ষমতা দেখা দেয়। ড.স্নিডার ও তার সহকারীরা এগারজন ব্যক্তির মস্তিষ্কে TMS করেন এবং দুইজনের মধ্যে সেভেন্ট লাইক ক্ষমতা তৈরি করতে সক্ষম হয়। আর অন্যদিকে ড.আর এল ইয়াং সতেরজন ব্যক্তির উপর TMS করেন এবং আশানুরূপভাবে ৫ জনের মধ্যে এক্সট্রা টেরিস্টিয়াল মেন্টাল এবিলিটির দেখা পান। ড.স্নিডার বলেন, কেউ জানেনা কেনো ম্যাগনেট কাজ করে, যখনই মস্তিষ্কের ফ্রন্টো-টেম্পোরাল এরিয়া সাইলেন্ট করা হয় তখনই সেভেন্ট ক্ষমতা দেখা দেয়। ( ফটোগ্রাফিক মেমরি)
মস্তিষ্ককে সাইলেন্ট করার জন্য TMS খুবই গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি। এটি মস্তিষ্কের যে কোনো স্থানকে অন্যকোনো স্থানের ক্ষতি করা ব্যতীত ই সাইলেন্ট করে দিতে পারে কিন্তু মিচিও কাকু বলেন, আমাদের এটাও মনে রাখতে হবে TMS প্রযুক্তির কিছু সীমাবদ্ধতা আছে, এটি একসাথে মিলিয়ন মিলিয়ন নিউরনকে সাইলেন্ট করে দেয়। তিনি বলেন, ইলেক্ট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের মতো এত যথাযথ নয়, এটি নির্দিষ্ট স্থানের বাহিরে কয়েক সেন্টিমিটার ছড়িয়ে যেতে পারে। আমরা জানি যে লেফট এন্টারিয়র টেম্পোরাল এবং অর্বিটোফ্রন্টাল কর্টেক্স সেভেন্টদের মধ্যে ডেমেজ হয়ে যায়। অন্তত কিছু অংশ যেটা সেভেন্ট ক্ষমতার জন্য জরুরি। TMS এমনকিছু অতিক্ষুদ্র অংশ বন্ধ করে দিয়ে এক্সট্রা টেরিস্টিয়াল মেন্টাল ক্ষমতা জন্ম দিতে পেরেছে। তার মানে সুদূর ভবিষ্যতে আমরা টেকনোলজিকালি ইন্টিলিজেন্ট হতে পারবো ! হতে পারে ভবিষ্যত পৃথিবীতে TMS প্রযুক্তির মাধ্যমে মিচিও কাকু কেও তৈরি করা যাবে ?
টিএমএস প্রযুক্তির মাধ্যমে ব্রেন উন্নয়ন টিএমএস প্রযুক্তির মাধ্যমে ব্রেন উন্নয়ন টিএমএস প্রযুক্তির মাধ্যমে ব্রেন উন্নয়ন
তথ্যসুত্রঃ
1 “got caught up in the moment”: arrives-in-london-after-odd-journey |
2 “I have always maintained that”: Gould, p. 109.
|
3 “The human brain remains ‘plastic’ ”: www.sciencedaily.com/ releases/2011/12/111208257120.htm.
|
4 “The emerging picture from such studies”: Gladwell, p. 40.
|
5 Five years later, Terman started: See C. K. Holahan and R.R. Sears, The Gifted Group in Later Maturity (Stanford, CA: Stanford University Press, 1995).
|
| 6 “Your grades in school”: Boleyn-Fitzgerald, p. 48. |
7 “Tests don’t measure motivation”: Sweeney, p. 26.
|
8 The pilots who scored highest: Bloom, p. 12.
|
9 “The left hemisphere is responsible”: Ibid., p. 15.
|
10 Dr. Darold Treffert, a Wisconsin physician: http://www.darold treffert.com.
|
11 It took him just forty-five seconds: Tammet, p. 4.
|
12 I had the pleasure of interviewing: Interview with Mr. Daniel Tammet in October 2007 for Science Fantastic national radio broadcast.
|
13 “Our study confirms”: Science Daily, March 2012, http://www. sciencedaily.com/releases/2012/03/120322100313.htm.
|
14 Kim Peek’s brain: AP wire story, November 8, 2004, http://www. Space.com.
|
15 In 1998, Dr. Bruce Miller: Neurology 51 (October 1998): pp. 978– 82. See also http://www.wisconsinmedicalsociety.org/savant_
|
16 In addition to the savants: Sweeney, p. 252.
|
17 This idea has actually been tried: Center of the Mind, Sydney, Australia, http://www.centerofthemind.com.
|
18 In another experiment, Dr. R. L. Young: R. L. Young, M. C. Ridding, and T. L. Morrell, “Switching Skills on by Turning Off Part of
|
19 “When applied to the prefrontal lobes”: Sweeney, p. 311.
|
20 Until recently, it was thought: Science Daily, May 2012, http:// |
21 “Savants have a high capacity”: Ibid.
|
22 In 2007, a breakthrough occurred: Sweeney, p. 294.
|
23 “Stem cell research and regenerative medicine”: Sweeney, p. 295.
|
24 Scientists have focused on a few genes: Katherine S. Pollard, “What Makes Us Different, ” Scientific American Special Collectors Edition (Winter 2013): 31–35.
|
25 “I jumped at the opportunity”: Ibid.
|
| 26 “With my mentor David Haussler”: Ibid |
27 One such gene was discovered: TG Daily, November 15, 2012. gene-separates-man-from-apes.
|
28 Many theories have been proposed: See, for example, Gazzaniga, Human: The Science Behind What Makes Us Unique.
|
29 “For the first few hundred million years”: Gilbert, p. 15.
|
30 “Cortical gray matter neurons are working”: Douglas Fox, “The Limits of Intelligence, ” Scientific American, July 2011, p. 43.
|
31 “You might call it the mother”: Ibid., p. 4
|


