Can't find our books? Click here!

মাল্টিভার্সে ভিন্ন ভিন্ন ফিজিক্স?

মাল্টিভার্সের ফিজিক্স আমাদের অবজার্ভেবল মহাবিশ্ব থেকে ভিন্ন হতে পারে। কারণ মাল্টিভার্স হাইপোথিসিস মাল্টিপল ইউনিভার্সের অস্তিত্ব প্রস্তাব করে যাদের প্রত্যেকের ভৌত আইন ও ধ্রুবক আলাদা আলাদা। এমনও হতে পারে মাল্টিভার্সের অনেক ইউনিভার্স ডায়মেনশনালি আমাদের ইউনিভার্স থেকে স্বতন্ত্র অথবা তারা ভিন্ন কোনো পার্টিকেলের তৈরি। তবে আপনাকে মনে রাখতে হবে মাল্টিভার্স এখনো বিজ্ঞানের একটি অনগোয়িং রিসার্চ টপিক। মাল্টিভার্স ধারণা আমাদের অসীম সংখ্যক মহাবিশ্বের কথা বলে। যাদের প্রত্যেকের আছে নিজস্ব ফিজিক্যাল আইন ও ধ্রুবক। আর এটি ব্যাখ্যা করে কেন আমাদের মহাবিশ্ব জীবনের জন্য ফাইন টিউন। আমরা এ হাইপোথিসিসের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, কীভাবে ঈশ্বরের সাহায্য ছাড়াই আমাদের এ মহাবিশ্ব জীবনের উপযোগী হয়ে উঠেছে কারণ এটি আমাদের বলছে,অসীম সংখ্যক মহাবিশ্বের মধ্যে আমাদের এ মহাবিশ্বের মতো ফাইন টিউন ইউনিভার্স থাকা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। এটা একেবারেই প্রাকৃতিক একটি ঘটনা। মাল্টিভার্স থিওরি পদার্থবিদ্যার ভিন্ন ভিন্ন মডেল ও থিওরির ওপর নির্ভর করছে যেমন স্ট্রিং থিওরি ও ইনফ্ল্যাশন থিওরি। এ মডেল আমাদের বলছে, ভিন্ন ভিন্ন মহাবিশ্বে ভিন্ন ভিন্ন ফিজিক্সের আইন কাজ করার কারণ হলো প্রতিটি মহাবিশ্বে ভিন্ন ভিন্ন ইনিশিয়াল কন্ডিশন ও ফিজিক্যাল প্রসেস কাজ করছে।

ভিন্ন ভিন্ন পদার্থবিদ্যার সূত্র আলাদা আলাদা মেকানিক্সে তৈরি হতে পারে যেমন: কোয়ান্টাম মেকানিক্স, স্ট্রিং থিওরি ও ইনফ্ল্যাশন ইত্যাদি। এ প্রতিটি মেকানিজমের তাদের নিজস্ব ইকুয়েশন, প্রেডিকশন ও মডেল আছে যা প্রতিটি মহাবিশ্বের আলাদা আলাদা ফিজিক্সের কারণ। উদাহরণস্বরূপ: অনেক মডেলে ভৌত ধ্রুবক যেমন মাধ্যাকর্ষের দৃঢ়তা, একে অন্যের চেয়ে স্বতন্ত্র। আবার অনেক মডেলে এক একটি মহাবিশ্বে স্পেস-টাইমের ডায়মেনশন এক একরকম। আবার কিছুকিছু মডেল আমাদের প্রস্তাব করছে যে, ভিন্ন ভিন্ন মহাবিশ্বে পার্টিকেলের প্রকারভেদ ভিন্ন ভিন্ন।

মাল্টিভার্সের ভিন্ন ভিন্ন ফিজিক্সের পেছনে কয়েকটি প্রসেস রয়েছে:

1) কসমোলজিক্যাল ইনফ্লেশন: এ তত্ত্ব অনুসারে, মহাবিশ্ব সময়ের শুরুর দিকে জ্যামিতিক হারে সম্প্রসারিত হয়েছিল। এ সম্প্রসারণ স্পেস-টাইমের অসংখ্য বাবল তৈরি করেছিল। প্রতিটি বাবলের ভেতর ছিল আলাদা আলাদা ভৌত আইন ও ধ্রুবক।

2) কোয়ান্টাম মেকানিকাল মাল্টিভার্স: কিছুকিছু থিওরি আমাদের বলছে, মাল্টিভার্স এসেছিল কোয়ান্টাম ফিজিক্সের ম্যানিওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন থেকে যেটি আমাদের নির্দেশ করে, একটি কোয়ান্টাম ইভেন্টের প্রতিটি ভিন্ন ভিন্ন আউটকামের জন্য আলাদা আলাদা মহাবিশ্ব রয়েছে।

3) স্ট্রিং থিওরি মাল্টিভার্স: স্ট্রিং থিওরি হলো ফিজিক্সের একটি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। যেটি কোয়ান্টাম মেকানিক্স ও রিল্যাটিভিটিকে একীভূত করার পদক্ষেপ গ্রহণ করেছে। স্ট্রিং থিওরির কিছু মডেল আমাদেরকে মাল্টিপল মহাবিশ্বের কথা বলে যাদের প্রতিটির আলাদা আলাদা ভৌত আইন ও ধ্রুবক আছে।

4) ব্রেন কসমোলজি: এ থিওরি অনুসারে, আমাদের পর্যবেক্ষণযোগ্য ত্রিমাত্রিক মহাবিশ্ব হলো একটি ব্রেন যেটি হায়ার ডায়মেনশনাল স্পেস-টাইমে অবস্থান করছে যেখানে আমাদের মহাবিশ্বের মতো এরকম আরও অজস্র ব্রেন আছে। ব্রেন কী তা বুঝার জন্য একটি বই এর কথা চিন্তা করুন। একটি বই যদি হায়ার ডায়মেনশনাল স্পেস-টাইম হয় তবে বইয়ের একটি পাতা হলো হায়ার ডায়মেনশমাল স্পেসে অবস্থিত আমাদের ত্রিমাত্রিক মহাবিশ্ব বা ব্রেন। যে হায়ার ডায়মেনশনাল বইটির মধ্যে আরও অজস্র ব্রেন আছে।

🚀কীভাবে কসমিক ইনফ্ল্যাশন এতগুলো মহাবিশ্ব তৈরি করেছিল আর এ মহাবিশ্বগুলোর লোকেশনই বা কোথায়?

কসমিক ইনফ্ল্যাশন তত্ত্ব অনুসারে, সৃষ্টির শুরুতে মহাবিশ্ব জ্যামিতিক হারে সম্প্রসারিত হয়েছিল। মহাবিস্ফোরণের পর সেকেন্ডের ক্ষুদ্র ভগ্নাংশের ভেতর। স্পেস-টাইম ফ্যাব্রিকে যত এলোমেলো ভাব ছিল সেগুলো সম্প্রসারণের ফলে মসৃণ হয়ে গিয়েছিল এবং পূর্ব থেকে বিদ্যমান পার্টিকেলগুলোকে মহাজাগতিক স্কেলে প্রসারিত করেছিল। ইনফ্ল্যাশন থিওরি আরও প্রেডিক্ট করেছে, এ সম্প্রসারণ স্পেস-টাইমের অসংখ্য বাবল তৈরি করেছিল যেগুলোর ভেতর নিজস্ব আইন ও ধ্রুবক ছিল। এই বাবলগুলো একে অন্যের চেয়ে ইন্ডিপেন্ডেড এবং তারা বিশাল ইনফ্ল্যাশনারী মহাবিশ্বের ভিন্ন ভিন্ন রাজ্যে বাস করে। এ সকল বাবলগুলোর লোকেশন মনে করা হয়ে থাকে আমাদের “Observable Horizon” এর বাহিরে। মহাবিস্ফোরণের পর আলো এ সীমা ক্রস করতে পারেনি। যেটা আলোর ম্যাক্সিমাম ডিস্টেন্স। আর এজন্য আমরা সেগুলোকে ডিটেক্ট করতে পারি না। তবে যাইহোক, ইনফ্ল্যাশনের কিছু মডেল আমাদের প্রেডিক্ট করে যে, কিছুকিছু বাবল একে অন্যের সাথে কোলাইড ও মার্জ করবে। এ এই সংঘর্ষের ফলে মহাবিশ্বে এমনকিছু এলাকা তৈরি হবে যেখানে ফিজিক্যাল প্রপার্টি ভিন্ন ভিন্ন। এই এলাকাকে আমরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের মাধ্যমে ডিটেক্ট করতে পারি, এটি হলো একপ্রকার দূর্বল সন্ধ্যারাগ যা আমাদের মহাবিশ্বকে পূর্ণ করে রেখেছে যেটাকে আমরা টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করতে পারি।

🚀কীভাবে কসমিক ইনফ্ল্যাশন ভিন্ন ভিন্ন মহাবিশ্বে ভিন্ন ভিন্ন আইন সেট করেছিল?

সুনির্দিষ্ট মেকানিজম যার মাধ্যমে ভিন্ন ভিন্ন মহাবিশ্বে ভিন্ন ভিন্ন আইন সেট করা হয়েছিল অর্থাৎ ইনফ্ল্যাশনারী মাল্টিভার্স সম্পর্কে আমরা এখনো পুরোপুরি জানি না। কিন্তু এটি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের একটি ফলাফল হতে পারে। যা আমাদের মহাবিশ্বের একদম আদি সময়ে উপস্থিত ছিল। কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ফলে এক স্থান থেকে অন্য আর একটি স্থানে এনার্জি ডেনসিটি পার্থক্য সৃষ্টি করেছিল অর্থাৎ কোয়ান্টাম দৌদুল্যমানতা ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন শক্তির ঘনত্ব তৈরি করেছিল আর এতে করে স্পেস-টাইমের প্রতিটি বাবলের ভেতর ইনফ্ল্যাশনের হার ও বৈশিষ্ট্য পরিবর্তন হতে শুরু করে।

কিছুকিছু মডেলে আমরা দেখতে পাই, এ ফ্ল্যাকচুয়েশন ভিন্ন ভিন্ন মহাবিশ্বে মৌলিক ভৌত ধ্রুবকের ভিন্ন ভিন্ন মান সেট করেছিল: যেমন গ্র‍্যাভিটির দৃঢ়তা অথবা পার্টিকেলের ভর। আর অন্যান্য মডেল বলছে, ভিন্ন ভিন্ন মহাবিশ্বে স্পেস-টাইম ডায়মেনশন ও টপোলজি ভিন্ন ভিন্ন। Read more: মাল্টিভার্স কি এবং কেন হয়েছে?

🚀ইনফ্ল্যাশন ফিল্ড ও মাল্টিভার্সের ফিজিক্সের ভিন্নতা:

কসমিক ইনফ্ল্যাশন একটি স্কেলার ফিল্ড দ্বারা পরিচালিত যাকে আমরা জানি ইনফ্ল্যাশন ফিল্ড বলে। এ ফিল্ড মহাবিশ্বের একদম শুরুর দিকে উচ্চশক্তির ঘনত্বের ভেতর ছিল (High Energy Density)। এই উচ্চশক্তিসম্পন্ন ঘন অবস্থা থেকে স্পেস-টাইমের সম্প্রসারণ শুরু হয়েছিল। ইনফ্ল্যাশন ফিল্ডের আর এক পরিচয় হলো পটেনশিয়াল এনার্জি যেটি স্পেস-টাইমের এক এক এলাকায় এক একরকম।

ইনফ্ল্যাশনারী মাল্টিভার্স থিওরি অনুসারে, যখন মহাবিশ্ব শুরু হয়েছিল, ইনফ্লেশন ফিল্ড উচ্চশক্তিসম্পন্ন একটি ঘন দশায় ছিল আর এ এনার্জি বিশৃঙ্খলভাবে স্পেসের বিভিন্ন স্থানে ডিস্ট্রিবিউট করা ছিল। যখন মহাবিশ্ব সম্প্রসারিত ও ঠাণ্ডা হতে শুরু করেছিল ইনফ্ল্যাশন ফিল্ড পটেনশিয়াল এনার্জি ল্যান্ডস্কেপ থেকে রোল ডাউন করতে শুরু করে, আর এতে করে স্পেসের কোনো কোনো জায়গায় এনার্জি হ্রাস পেয়েছিল এবং কোথাও কোথাও এনার্জির পরিমাণ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছিল। আর এতে করে স্পেসের ভিন্ন ভিন্ন এলাকা ভিন্ন ভিন্ন হারে সম্প্রসারিত হয়েছিল। এ সম্প্রসারণের ফলে পুনরায় স্পেস-টাইমের ভিন্ন ভিন্ন বাবল গঠিত হয়। আর তাদের সবার মধ্যে নিজেদের আলাদা আলাদা নিয়ম ও ভৌত ধ্রুবক কাজ করে।

কীভাবে ইনফ্ল্যাশন ফিল্ড পটেনশিয়াল এনার্জি ল্যান্ডস্কেপ থেকে ভিন্ন ভিন্ন মহাবিশ্বে ভৌত আইন ও ধ্রুবক তৈরি হয় তার স্পেসিফিক ডিটেলস আমরা এখনো জানি না। কিন্তু একটি সম্ভাবনা আছে যে, পটেনশিয়াল এনার্জি ল্যান্ডস্কেপ মসৃণ বা স্মুথ নয় বরং তার আছে লোকাল মিনিমা( Local Minima)। যাদের প্রতিটি আলাদা আলাদা ভৌত আইন প্রদর্শন করছে। ইনফ্ল্যাশন ফিল্ড সম্ভবত তারপর বাবলের ভেতর ভিন্ন ভিন্ন মিনিমামে রোল ডাউন করেছিল। যার ফলে মাল্টিভার্সের ভিন্ন ভিন্ন রিজিয়নে ভিন্ন ভিন্ন ভৌত ধ্রুবক তৈরি হয়।

___এ আই বেইসড আর্টিকেল

Read More: Why Do Physicists Say A Multiverse Has To Exist?

মাল্টিভার্সে ভিন্ন ভিন্ন ফিজিক্স? /মাল্টিভার্সে ভিন্ন ভিন্ন ফিজিক্স? /মাল্টিভার্সে ভিন্ন ভিন্ন ফিজিক্স?