Can't find our books? Click here!
পৃথিবীতে জীবনের সংক্ষিপ্ত ইতিহাস

পৃথিবীতে জীবনের সংক্ষিপ্ত ইতিহাস

কোনো মানুষ মাত্র ১২ অধ্যায়ে ৪৮০ কোটি বছরের ইতিহাস লিখতে পারে, এটা ভাবতে আমার অবাক লেগেছিল। মাত্র ২৫০ পাতার একটি বই। লেখকের নাম হেনরি গি। আমি সিরিয়াসলি এ বইটিকে তাচ্ছিল্যের চোখেই দেখছিলাম। কিন্তু পরে আমি অনলাইনে স্ক্রল করতে গিয়ে দেখি ডেইলি টাইমস, ডেইলি মেইল, ওয়াশিংটন পোস্ট এবং ওয়ালস্ট্রিট জার্নাল সহকারে অসংখ্য বিখ্যাত ইন্টেলেকচুয়াল মিডিয়া এ বইটির প্রশংসায় সাইকো হয়ে আছে। কয়েক পাতা ব্রাউজ করে দেখি, এ বইটি “রয়েল সোসাইটি” থেকে পুরস্কারপ্রাপ্ত! ওরে সাংঘাতিক! তারপর যখন জানলাম হেনরি গি কোনো সাধারণ মানুষ নন, তিনি বিশ্ববিখ্যাত ন্যাচার জার্নালের একজন অত্যন্ত প্রভাবশালী বিজ্ঞানী ও এডিটর, ঠিক তখন আমার মস্তিষ্ক ৯০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে যায়।

ন্যাচার জার্নালের এডিটর মানে, এটা বিশাল একটি ব্যাপার। তিনি এ বইটি লেখার সময় একদম আপ-টু-ডেট ইনফরম্যাশনগুলো ইউজ করেছেন, যে তথ্যগুলো পিয়ার রিভিউড অর্থাৎ এ বইতে বানোয়াট অথবা মনগড়া কোনো ইনফরম্যাশন নেই। এ বইটি একজন ন্যাচার জার্নালের এডিটর তার কাছে থাকা সবচেয়ে বিশুদ্ধ ও ব্র্যান্ড নিউ তথ্য দিয়ে লিখেছেন। এজন্যই বইটি ইন্টেলেকচুয়াল কমিউনিটির কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। কাজী মাহবুব হাসান বরাবরের মতোই ঠাণ্ডা মাথার খুনি। তিনি এমন সব বই আমাকে পাঠান আমার চিন্তা ভাবনা স্পেস-টাইমের মতো কুচকে যেতে চায়। এই যে আমি ফেসবুকে এত দুর্দান্ত ও আপ-টু-ডেট টপিক নিয়ে লিখি, তার পেছনে একটি বিশাল গাইডিং স্ট্যার হলেন কাজী মাহবুব হাসান। তিনি আমাকে বিশ্বের সবচেয়ে দুর্লভ ও চিন্তা উস্কানীমূলক বইগুলোর সন্ধান দিয়ে থাকেন, যা আমার মস্তিষ্কের নিউরনকে প্রতিনিয়ত প্র্যাগন্যান্ট করতে থাকে আর নতুন নতুন চিন্তার সুপারনোভা বিস্ফোরিত হয়। আমার একটি ইউনিক চিন্তার জগত গঠনে এই সাইলেন্ট কিলারের একটি বিশাল ভূমিকা আছে। তাকে সাইলেন্ট কিলার এজন্যই বলছি কারণ তিনি আমার মস্তিষ্কের বিশাল বিশাল অজ্ঞতার ডায়নোসরকে হত্যা করেছেন তার শক্তিশালী সব কাজ দিয়ে। তিনি এমন সব বই অনুবাদ করেছেন, যেগুলো বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তির মধ্যে অনুবাদ ও প্রকাশ করার চিন্তাই আসেনি। হেনরি গি এর মতো একটি ট্রেজারকে একমাত্র আমাদের গাইডিং স্ট্যারের পক্ষেই চেনা সম্ভব, আর এটাই প্রত্যাশিত! কাজী মাহবুব হাসানকে অসংখ্য ধন্যবাদ এরকম দুর্দান্ত, শ্বাসরুদ্ধকর, আকর্ষণীয় এবং জ্ঞানগর্ভ একটি বই অনুবাদ করার জন্য। বইটি সংগ্রহের জন্য হাইপারস্পেস পাবলিকেশন থেকে টিকেট সংগ্রহ করুন। বিমান বা হ্যালিকপ্টারের টিকেট নয়, ৪৮০ কোটি বছর বয়সী একটি জীবন ইতিহাসের টিকেট।

পৃথিবীতে জীবনের সংক্ষিপ্ত ইতিহাস

সংগ্রহের জন্য যোগাযোগ করুন- Hyperspace: The Dimension Hoppers