আমার মেরুদণ্ডের সার্জারির পর আমার ভ্যাজাইনা তার কনসাসনেস ফিরে পায়, আমার আনন্দ ও রঙের উপলব্ধি পুনরুজ্জীবিত হয়। আমার আত্মবিশ্বাস, সৃষ্টিশীলতা ও সকলকিছুর মাঝে সেন্স অব কানেকশন ফিরে আসে। আমার এখন সন্দেহ করার উপায় নেই যে আমার কনসাসনেসের ইনজুরির পেছনে শারীরিক কার্যকারণ জড়িত ছিল। আমার কনসাসনেসের পরিবর্তন খুব দৃঢ়ভাবে সম্পর্কযুক্ত ছিল আমার পেলভিক নার্ভের আঘাত ও তার পুনরুদ্ধারের সাথে। তাহলে আমার সাথে মূলত কী ঘটেছিল? এবং এর দ্বারা মূলত কী বোঝায়? এ কার্যকারণ কী আমাদের ব্যক্তিগত নিউরোলজি ও বায়োকেমেস্ট্রির সাথে জড়িত ছিল নাকি এটি পৃথিবীর সকল নারীর ক্ষেত্রেই সমান?

মেরুদণ্ডের সার্জারি সম্পন্ন হওয়ার পর আমাকে একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার জন্য ইনভাইট করা হয়। সেখানে ছিল ব্রিলিয়ান্ট সব তরুণী নারী৷ পরিচয় লুকানোর জন্য আমি এ ইভেন্টটির স্থান বলবো গ্রামীণ কানাডা এবং এটার লোকেশন হিসেবে উল্লেখ করবো স্টেট ইউনিভার্সিটি। বেশিরভাগই ছিল বায়োলজি ও নিউরোসায়েন্সের স্টুডেন্ট এবং তারা চেয়েছিল সম্মেলনটি একসাথে করতে৷ স্কুল সেটিংস থেকে রিয়েল ওয়ার্ল্ডে প্রবেশ করার পর নারীরা যে সকল সমস্যা ফেস করে সেটাই ছিল তাদের আলোচনার বিষয়বস্তু। এ দিনটি ছিল উষ্ণ এবং চারদিকে শীতল বাতাস। আমরা একটি পুরাতন ফার্মের কুটিরে আলোচনার জন্য একত্রে জড়ো হয়েছি। লাল রঙের কাপড়ে ঘেরা নরম পালঙ্ক, বিবর্ন লাল রঙের পাটি এবং বিশাল এক ফায়ারপ্লেসে শুকনো পরিত্যাক্ত ফুলের ঝুড়ি । তাদের প্রজেক্ট ও ফিউচার প্লান নিয়ে আলোচনার পর আমরা উষ্ণ উজ্জ্বল বাতাসে হাঁটতে বের হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। একজন নারী, যিনি এই এলাকাটি সম্পর্কে জানেন তিনি আমাদের কর্দমাক্ত আঁকাবাকা পথের নেতৃত্ব দেন এবং এভাবে আমরা পাহাড়ে চলে যাই। আমরা যখন পাহাড়ে হাঁটছিলাম তখন আমার দেখে মনে হচ্ছিল আমি অন্য কোনো ইকোসিস্টেমে আছি। ঘরোয়া স্বস্তি আকস্মিক বিলিন হয়ে গেলো। বন্য ধূসর সবুজ মাঠগুলো সকল দিক থেকে দূরে সরে গেলো এবং এক অবিচলিত বাতাসের বুক ছিড়ে আমরা হেঁটে চলছি।
আমার ইচ্ছা করছিল আমার বিভ্রম নিয়ে আমি অন্যদের সাথেও কথা বলি। আমি নীরবতার দেয়াল ভেঙে দিয়ে বললাম, আমি মনে করি ভ্যাজাইনা ও ব্রেনের মধ্যে কানেকশন আছে যা অনেকেই পুরোপুরি জানেন না। আমি আবিষ্কার করেছি, ফিমেইল অর্গাজম, কনফিডেন্ট ও ক্রিয়েটিভিটি একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। সম্ভবত ভ্যাজাইনা__ এবং অর্গাজমের সম্পর্কের সাথে আমাদের সেন্স অব কানেকশন নির্ভর করে, অর্গাজমের ফলে আমরা বস্তুর ভেতর সম্পর্ক দেখতে পাই। একজন তরুণী মহিলা এতক্ষণ চুপ ছিল। তারপর সে বলে উঠলো, এটি আমার ক্ষেত্রেও পরম সত্য। যখন আমার কারো সাথে গুড সেক্স হয়।
আসলে আমি গুড সেক্স বলতে বোঝাতে চাইছি” ___সবাই হেসে উঠলো, তারা জানে পার্থক্য সম্পর্কে __আমার মনে হচ্ছিল আমি যে কোনোকিছুই করতে পারি৷ আমি আমার সম্পর্কে অনেক গ্রেট ফিল করি। আমার কনফিডেন্স লেভেল আকাশে উঠে যায়। আমি বুঝতে পারি এই আমি অন্য সময়ের আমি নই। কিন্তু পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে এসে আমি এমনকিছু দেখতে শুরু করি যা আমি আগে কখনো দেখিনি এবং এমন অনেক সংযোগ দেখি যা পূর্বে আমি মিস করেছি। আমি আমার সংবেদনের উপর মাস্টারে পরিণত হয়ে যাই। আর একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট বলেন, এটা আমাকে অজেয় করে তোলে। আমার মনে হয় যেন আমি ম্যারাথনে অংশগ্রহণ করেছি। নিজের ব্যাপারে সম্পূর্ণ সুখী। তারপর আবার নীরবতা নেমে আসে, গভীর চিন্তার নীরবতা।
“এবার একজন তরুণী বিজ্ঞানী বললেন, ল্যাবে আমার একমাত্র কাজ নারী ইঁদুরদের সেক্সচুয়াল আনন্দ দেয়া। তার মুখে ছিল মিষ্টি হাসির ঝলক”!

আমরা সবাই অবাক হয়ে প্রশ্ন করলাম, হোয়াট? “এটি সত্য! তিনি হাসলেন। আমার কাছে একটি ক্ষুদ্র ব্রাশ আছে। তিনি তার আঙুল দিয়ে বিশেষ অঙ্গভঙ্গি তৈরি করলেন, যেন তিনি বাতাসে কোন ক্ষুদ্র বিন্দু অংকন করলেন। ” যাইহোক এটা আমার কাজের অংশ ছিল। “আমি জানতামই না যে নারী ইঁদুর যৌনসুখ অনুভব করে”, আমার অজ্ঞতার সাথে আমি হোঁচট খেলাম।
সকল নারী স্তন্যপায়ীর ক্লাইটোরিস আছে,” তিনি ব্যাখ্যা করলেন। তিনি আবারও পুনরাবৃত্তি করলেন, তাদের সবারই ক্লাইটোরিস আছে। পাশে একটি গরু মাথা কাত করে তার দিকে তাকিয়ে ছিল। ( অবশ্য আমি পরবর্তী সময়ে জানতে পারি ২/৩ অংশ স্তন্যপায়ীর ক্লাইটোরিস অবস্থান করে ভ্যাজাইনার অগ্রবর্তী দেয়ালে__মানুষের G স্পোটের মতো। সে সময় মূলত আমার ধারণাই ছিল না যে স্তন্যপায়ীদের ক্লাইটোরিস আছে।
এটি ছিল অবিস্মরণীয় একটি মুহূর্ত। একটি মেঘ পাহাড়ের উপর দিয়ে আমাদের অতিক্রম করে উড়ে যাচ্ছে; বাতাস প্রবাহিত হচ্ছিল খুবই হালকাভাবে। মেয়েগুলো শান্তগলায় অর্গাজম, অন্তঃদৃষ্টি ও শক্তি নিয়ে কথা বলছে। আমি বিস্ময়বোধ করছিলাম এই ভেবে যে আমি এতদিন এ ব্যাপারটা জানতাম না। সকল নারী স্তন্যপায়ীদের ইভোলিউশন ডিজাইন করেছে যেনো তারা সেক্সচুয়াল প্লেজার অনুভব করতে পারে!
“নারী ইঁদুর যখন সেক্স করতে চায় তখন সে এমন করে. “সে আমাদের অঙ্গভঙ্গি করে দেখালো। হাত দুটি থাবার মত উপরে তুলে এবং পেছনের দিক ধনুকের মত বাঁকিয়ে। আমরা সবাই হেসে উঠলাম৷ এটি ছিল একটি অঙ্গভঙ্গি যেটিকে “Lordosis” বলে। তিনি পরবর্তীতে ল্যাবের ফলাফলগুলো বর্ণনা করেন আর আমিও বিস্তারিত জানার জন্য আগ্রহ প্রকাশ করি।

আমরা দীর্ঘক্ষণ হাঁটলাম কিন্তু বাতাস ক্রমশ দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে উঠে। আমরা পুনরায় আরামদায়ক আগুন, রঙিন নকশিকাঁথা, চায়ের পটের কাছে ফিরে আসি। স্যরি অনুভব করি কিছুটা বন্য, ব্যাখ্যাতীত মুহূর্তটির জন্য __যখন বাতাস, ঘাস এবং প্রাণিদের মনে হয়েছিল আমাদের নিজেদের সম্পর্কে জানার প্রক্রিয়ারই একটি অংশ: এই অনুভূতি যে আমাদের নিজস্ব ফেমিনিন প্লেজারের অত্যন্ত দৃঢ় ও প্রাকৃতিক একটি স্থান আছে।

মঞ্চেই অর্গাজমঃ
পরবর্তী মাসে, বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের আরও অসংখ্য নারী আমাকে নিশ্চিত করলেন যে, তারা তাদের সেক্সচুয়াল কল্যাণ, আত্মবিশ্বাস ও সৃষ্টিশীলতার মধ্যে সম্পর্ক দেখেছেন। বিকেলের দিকে আমি নিউইয়র্ক সিটিতে একটি নাটকের পার্টিতে যোগ দেই যেখানে আমি চলচিত্র ও থিয়েটার প্রফেশনালিস্টদের দ্বারা আবৃত ছিলাম। এত বেশি কোলাহল ছিল চারপাশে যে , আপনার কান স্তব্দ হয়ে যাবে। ভীড়ের মধ্যে দাঁড়িয়ে আমি মূর্তিমান মহিলার সাথে নিজেকে পরিচয় করিয়ে দিলাম যার বয়স আমার মতো চল্লিশের কাছাকাছি। তিনি ছিলেন দেখতে উজ্জ্বল ও মার্জিত। তার ঠোঁটে লাল লিপিস্টিক, পরিধান করেছিলেন মুক্তা ও একটি কালো ককটেল। তিনি আমাকে বললেন, তিনি একজন অভিনেত্রী। আমরা এই মাত্র যে ফিল্মটি দেখেছি সেখানে তার একটি ভূমিকা ছিল এবং আমাকে তিনি জিজ্ঞেস করলেন, জীবনযাপনের জন্য আমি কি করি। আমি তাকে বললাম, আমি একজন লেখিকা আর আমি আমার পরবর্তী বইয়ের জন্য কাজ করছি। তিনি হাসলেন। তার চোখের পাতা প্রসারিত হলো। অধিকাংশ মানুষই বিস্মিত হয়েছেন যখন তারা আমাকে প্রশ্ন করে আর আমি প্রশ্নের উত্তরে বলি আমি ভ্যাজাইনা নিয়ে বই লিখছি। কিছু নারী ও পুরুষ তাৎক্ষণিক হেসে উঠে: সুন্দর, আন্তরিক হাসি। অনেকে আতঙ্ক ও বিরক্তি নিয়ে তাকিয়ে থাকে। আবার পুরুষরা অট্টহাসিতে ফেটে পড়ে, রাগান্বিত এবং অসাবধানতাবশত এবং তারা নিজে নিজেই বিব্রত হয়৷ অভিনেত্রীর চোখে স্বপ্নময় একটি হাসি দেখা যায়। তিনি আমাকে উপদেশ দেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এ মুহূর্তে আমি স্বীকার করি যে, আমি ফিমেইল অর্গাজম ও ক্রিয়েটিভিটির মধ্যকার সম্পর্ক বের করার জন্য কাজ করছি।
অভিনেত্রী আত্মসচেতন হয়ে উঠেন। আমি বিশ্বাস করতে পারছিনা যে , আমি আপনার কাছ থেকে এটা শুনছি। আমি আপনাকে আজ এমনকিছু বলতে চাই যা আমি পূর্বে কখনো বলিনি। তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন, “আমি একজন মিডট অ্যাক্টর”! আমি জানি যে মিডট অ্যাক্টর ” ভেতর থেকে বাহির” তাদের কল্পনাশক্তি ব্যবহার করে৷ তারা যে চরিত্রে অভিনয় করছে সেই চরিত্রের কনসাসনেসকে জাগ্রত করার চেষ্টা করে। তারা শুধু সেই চরিত্রের অভিনয় করেনা, তারা প্রথমে সে চরিত্রের অভিজ্ঞতা অর্জন করে আর তারপর সেটিকে এক্সপ্রেস করে।
“আমি যখনই সে চরিত্র অধ্যায়ন করা শুরু করি আমার অর্গাজম পরিবর্তন হয়ে যায়। আমার এটা ক্রমাগত বাড়তেই থাকে…..” তিনি তার ওয়াইন গ্লাস দিয়ে ঈশারা করছিলেন, যেনো সে কোনো কাল্পনিক বিশ্বে আছে, তার সকল শব্দ হারিয়ে গেছে। আমি তাকে প্রশ্ন করলাম, আপনার কী দেহাতীত কিছু অনুভব হয়?
“একদম”। আমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করুন। এবং তারপর তিনি চারপাশে তাকালেন কিছু একটা নিশ্চিত করার জন্য___” আমি সে চরিত্রে অভিনয় করার সময় উচ্চতর যৌন উত্তেজনাময় পরিস্থিতিতে চলে যাই। তিনি আবার তার চারপাশে তাকালেন। তারপর তিনি বললেন, আমি যখন মঞ্চে থাকতাম তখন আমার অর্গাজম হয়ে যেত।
শুধুমাত্র উচ্চতর সৃষ্টিশীল পরিস্থিতিতে থাকার কারণে। আমি আমার ওয়াইনগ্লাসে চুমুক দেই। তারমানে দেখা যাচ্ছে, শুধুমাত্র অর্গাজমই সৃষ্টিশীলতাকে বৃদ্ধি করেনা, সম্ভবত, সৃষ্টিশীলতা থেকেও অর্গাজম হয়। আমি বললাম, রিয়েলি? “রিয়েলি,” সে উত্তর দেয়। ওয়াও! আপনার কী মনে হয় এটা অন্য কারো সাথেও ঘটে? “আমি জানি। এটি ঘটে। আমি আরও একজন মহিলা সম্পর্কে জানি যিনি ক্রিয়েটিভ আর্ট নিয়ে কাজ করেন ।
আমি এমন একজন নারী সম্পর্কে জানি যার পেইন্টিং করার সময় অর্গাজম হয়। আমি তাকে ধন্যবাদ জানাই এবং সেই রাতে বাসায় ফিরে আসি। আমি তারকাখচিত নিউইয়র্কের আকাশের দিকে তাকিয়ে থাকি, আমি আমার মধ্যে আলোকিত বোধ করি।

আমি ফেসবুক কমিউনিটিতে একটি অনানুষ্ঠানিক পরিসংখ্যান চালনা করি। আমি আমার ফেসবুক কমিউনিটির প্রায় ১৬,০০০ মেম্বারের উদ্দেশ্যে প্রশ্ন সেট করি। আমার প্রশ্ন ছিল, তারা সেক্স ও ক্রিয়েটিভিটির মধ্যে কোনো সম্পর্ক দেখে কিনা; সেক্সচুয়াল এক্সপেরিয়েন্স তাদের যৌন অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে কিনা; সেক্সচুয়াল এক্সপেরিয়েন্স বস্তুর মধ্যে উন্নত কানেকশন দেখতে সাহায্য করে কিনা৷ অথবা সেক্সচুয়াল একাকীত্ব তাদের মধ্যে ডিপ্রেসন, ফ্রাস্টেশন তৈরির মাধ্যমে তাদের কনফিডেন্স, ক্রিয়েটিভিটি ও এনার্জিতে খারাপ প্রভাব বিস্তার করে কিনা। তাদের উত্তর থেকে আমি যা বুঝতে পারি তা হলো, তরুণ বিজ্ঞানী, অভিনেত্রী অথবা আমি আমাদের জেন্ডার দ্বারা বিভ্রান্ত নই। ইমেইলে সাধারণত যে সকল প্রশ্নোত্তর করা হয়েছিল তা ছিল এমন:
নোয়ামি: পরিপূর্ণ সেক্সচুয়াল এক্সপেরিয়েন্স কী আপনার আত্মবিশ্বাসকে প্রভাবিত করে?
উত্তরদাতা: হ্যাঁ।
নোয়ামি: আপনাকে অধিক শক্তি দেয়?
উত্তরদাতা: হ্যাঁ।
নোয়ামি: আপনাকে অনেক বড় কিছু ভাবতে শেখায়?
উত্তরদাতা: হ্যাঁ।
নোয়ামি: আপনার সৃষ্টিশীলতা বাড়ায়? যদি সত্যি বৃদ্ধি করে সুনির্দিষ্ট করে ব্যাখ্যা করুন প্লিজ।
উত্তরদাতাঃ আমি একজন পেইন্টার এবং প্রায় এক বছর আগে আমি ভর্মেন্টের আর্টিস্ট রেসিডেন্সিতে বসবাস করেছি। সে সময় আমি আমার হাজব্যান্ড থেকে দূরে ছিলাম। যেহেতু আমাকে প্রাইভেট স্পেস দেয়া হয়েছিল আমি আমার অতীতের রিলেশনশিপের সেক্সচুয়াল মেমরিতে ডুবে যাই। ভালো শারীরিক সম্পর্ক আমার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং শিল্পের প্রতি আমার অনুপ্রেরণা বৃদ্ধি পায়। মিড রেসিডেন্সিতে আমি আমার স্বামীর কাছে যাই এবং অধিক আত্মবিশ্বাস ও সেল্ফ কনফিডেন্ট নিয়ে ফিরে আসি। আপনি এখন আমাকে আজ সুন্দর দেখছেন। আর এর কারণ হলো আমার স্বামী আমার কনফিডেন্স বুস্ট করেছে। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মহিলারা আমাকে দলে দলে ই-মেইল করেছে। অনেক মহিলা অস্বাভাবিকভাবে গভীর অর্গাজমের কথা বলেছে যা তাদেরকে অস্বাভাবিক শক্তি, আত্মবিশ্বাস, আত্মপ্রেম ও অন্যরকম এক বিশ্বের ঝলক দিয়েছে।

লারা, একজন ৪০ বছর বয়সী অ্যাডমিনেস্ট্রেটিভ অফিসার আমাকে লিখেছিলেন, আমি কর্মক্ষেত্রে একজনের সাথে মিশেছিলাম। তার সাথে আমার প্রথম অ্যাট্রাকশন তৈরি হয়। এটা ছিল আমার জন্য খুব দ্রুত এবং আমি বুঝতে পেরেছিলাম সে আমার প্রতি ইন্টারেস্টেড। যাইহোক, একটি ভালো সেক্সচুয়াল অভিজ্ঞতা আমাকে গভীরভাবে বদলে দেয়। আমার আত্মবিশ্বাসের মাত্রা অনেক বেড়ে যায়; আমি সোজা হয়ে দাঁড়াই এবং খুব দৃঢ়ভাবে হাঁটি। অধিক পরিমাণ শক্তি অনুভব করি। দুইমাসে প্রতিদিন আমি অত্যন্ত আনন্দের সাথে জাগ্রত হয়েছি ও চর্চা করেছি। আমি আমাকে অনেক বেশি ভালোবেসেছি। আমার সৃষ্টিশীলতা বৃদ্ধি পায়। আমি প্রতিদিন রাতে গিটার বাজাই, অধিক পরিমাণ গান শিখি। আমার মধ্যে সেন্স অব কানেকশন উন্নত হয়। এ রিলেশনশিপ আমার ভেতরের সুপ্ত মানসিক ক্ষমতাকে জাগিয়ে তোলে। বিপরীতে: এ সম্পর্কটি কন্টিনিউ হয়নি। ইদানীং আমি খুব শোক অনুভব করি, আমি মিস করি। আমি উপরের সবকিছু মিস করি। আমি দুঃখ পাই, আমার কাছে পুনরায় অতীতের নেগেটিভ সেল্ফ ইমেজ ফিরে আসে। আমি আবিষ্কার করি এটি অদ্ভুত ও অমিমাংসিত অভিজ্ঞতা। তার বক্তব্য মর্মান্তিকভাবে শেষ হলো, আমি অন্যান্য পুরুষের সাথেও ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু কোথাও কারো কাছে এই ইনফ্লাক্স অনুভব করিনি। লারা বলেছিলেন, তিনি অন্যান্য পুরুষের সাথেও অর্গ্যাজমিক ছিলেন এমনকি সে পুরুষটির চেয়েও বেশি যার সাথে তার অন্তরঙ্গতা ছিল। আরও অজস্র নারীর মাঝে আমরা এ প্রতিধ্বনি দেখতে পাই। তারা বলেছিল পরিপূর্ণ যৌন অভিজ্ঞতা তাদের মাঝে রুপান্তর তৈরি করেছে। যেটি খুব সিম্পলি অর্গ্যাজমিক ফায়ারওয়্যার্কের উপর নির্ভরশীল ছিল না। তাদের জন্য যা রুপান্তরকারী ছিল তা হলো সাবজেক্টিভ একটা বিষয় যেটা অর্গাজমের কোয়ালিটির উপর নির্ভর করতো যা ফিজিক্যাল রিয়েল্মকে আবেগ ও সংবেদনের সাথে একীভূত করে। আর এতে করে সৃষ্টি হয়েছিল, আত্মবিশ্বাস এবং সৃষ্টিশীলতা।

আমি একই প্রশ্ন আমার বান্ধবী প্যাট্রিককে করেছিলাম। আমার বয়সী একজন মহিলা। যিনি বর্তমানে একজন প্রতিষ্ঠিত বিজনেসওমেন। আমি তার পরিচয় গোপন রাখার জন্য অন্য একটি নাম ব্যবহার করছি। এন আর্বর, মিশিগান। আমরা তার বাগানে বসেছিলাম, তার কাপড়গুলো বাইরে রোদে শুকাচ্ছিল এবং তার ছোট ছেলেটি কাচের সংরক্ষণগারে এক বন্ধুর সাথে খেলছিল। আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে তাদের দেখা যায়। তাকে দেখতে খুব সাধারণ একজন স্ত্রীর মত মনে হচ্ছিল। যদিও আমরা ২৩ বছর যাবত অকপটে সেক্স লাইফ নিয়ে আলোচনা করেছি, আমাদের প্রথম দেখার পর থেকে এ বিষয়টি নিয়ে আমাদের কোনোদিন কথা হয়নি। সে আমার দিকে অন্যান্য মহিলাদের মতোই তাকায় এবং আকস্মিক অভিব্যক্তির সাথে সে স্বীকৃতি প্রকাশ করে।
“ওহ মাই গড,” সে বলল, এবং সে হাসতে লাগলো। ওহহহহ…. নোয়ামি। ওয়াও। ওহ ডেফিনিটলি। আমার অধিকাংশ সময় দারুণ অর্গাজম হতো। আর তুমি যে বিষয়ে বলছো এটা আমার সাথে কোনোদিন ঘটেনি। কিন্ত একদিন আকস্মিক সেই অ্যামাইজিং সময়টি এসে উপস্থিত হয় তুমি যে উপলব্ধির কথা বলছো__ওহ, এটা ছিল ইলেক্ট্রিক! এবং তুমি এখানে তোমার কাজের ইনসাইট পাবে। এটা অনেকটা এমন যে তুমি সুপারপাওয়ার পেয়ে গেছো। তোমার ইচ্ছে করবে জাস্ট ম্যারাথম দৌড় দিতে অথবা একটি অপাস লিখতে। আলপ্সে আরোহন করতে! সে এখন খুব কঠিনভাবে হাসছে। কিন্তু সে সতর্ক করে, এটা সবসময় ঘটেনা। কারণ আমি এটা সবসময় চাইতাম না। তোমার সবসময় উন্মাদনায় পথ চলতে ইচ্ছে করবে না। যদি এটি সবসময় ঘটে তবে তুমি বিছানা থেকে উঠবেই না।
কিন্তু সত্যি সত্যিই কী বিশেষ সেক্স, সেক্স যা ভ্যাজাইনা, আবেগ ও শরীরের সাথে সুনির্দিষ্ট উপায়ে জড়িত __সেই উপায় যা প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমে অত্যন্ত কংক্রিট অ্যাক্টিভেশন তৈরি করে ___সত্যিকার অর্থে নারীর উচ্ছাস, সৃষ্টিশীলতা ও আত্মপ্রেমে নেতৃত্ব দেয়?

যে রুপান্তরের কথা লারা আমার কাছে অত্যন্ত দক্ষতার সাথে ব্যাখ্যা করেছেন। এ ধরণের আত্মবিভ্রান্তি অথবা রহস্যময় উপলব্ধি আমার কাছে বিভিন্ন সময়ে নারীরা ইমেইল করেছে। আমরা যদি আমাদের নিজেদের নিউরোলজি ও বায়োকেমেস্ট্রি না জানি তবে এ বিষয়টি আমাদের কাছে অমিমাংসিত থেকে যায়৷। আমাদের সাথে কী ঘটেছে? সেই অভিনেত্রীর সাথে কী ঘটেছে স্টেজেই যার অর্গাজম হয়ে যায়? কী ঘটেছে সেই সায়েন্টিস্টের সাথে যে তার ল্যাবে নতুন কানেশন দেখেছে এবং সেই উদ্যোক্তার সাথে যে অপাস (Opus) লিখতে চায়?
Chapter 3: Confidence, Creativity, and the Sense of
Interconnectedness
- George Eliot, The Mill on the Floss (London: Penguin Classics, 2003), 338.
- Ibid., 573.
- Christina Rossetti, “Goblin Market,” Poems and Prose (Oxford: Oxford
World’s Classics), 105–19. - Hunter Drohojowska-Philp, Full Bloom: The Art and Life of Georgia O’Keeffe
(New York: W. W. Norton, 2004), 115, 135; Sarah Greenough, ed., My
Faraway One: Selected Letters of Georgia O’Keeffe to Alfred Stieglitz, vol. 1,
1915–1933 (New Haven, CT: Yale University Press, 2012), 127, 217. - David Laskin, Partisans: Marriage, Politics and Betrayal among the New
York Intellectuals (New York: Simon and Schuster, 2000), 151. - Kate Chopin, The Awakening and Other Stories (Oxford: Oxford University
Press, 2000), 219. - Hermione Lee, Edith Wharton (New York: Alfred A. Knopf, 2007), 327.
- Chopin, The Awakening, 82.
- Edith Wharton, The House of Mirth (New York: Barnes and Noble Classics),
177. - Gordon Haight, George Eliot: A Biography (Oxford: Oxford University
Press, 1978), 226–280; Greenough, My Faraway One, 216; Candace Falk,
Love, Anarchy and Emma Goldman: A Biography (New Brunswick, NJ:
Rutgers University Press, 1990), 66. - Greenough, My Faraway One, 56–57, 217.
- Isabel Allende, Inés of My Soul (New York: HarperPerennial, 2006), 8.
পূর্বের পর্বগুলো পড়ুনঃ
স্বপ্নময় অটোনোমিক নার্ভাস সিস্টেম