Can't find our books? Click here!
ইলন মাস্ক কেন গরীবস?

ইলন মাস্ক কেন গরীবস?

ইলন মাস্ক কী ধনী? না, ইলন মাস্ক ধনী নয়, সে একজন গরীবস, সে ফকিন্নির ট্রেন। আপনি এখন প্রশ্ন করতে পারেন, কেন আমি ইলন মাস্ককে গরীব বলছি? স্যরি। ইলন মাস্ক নয় শুধু জেফ বেজোস, বিলগেটস, মার্ক জাকারবার্গ অথবা ল্যারি পেজ এদের কেউই ধনী নয়। এরা সবাই গরীবস, এরা সবাই এক একটা ফকিন্নির ট্রেন।

কিন্তু কেন? উত্তর হলো, এদের সবার ব্রেন প্রথম প্রজন্মের নোকিয়ার মতো। এদের মস্তিষ্ক ডিজিটাল অথবা আধুনিক নয়। আপনি এখন আমাকে গালি দিয়ে বলতে পারেন, সালা সানি লিওনের বাচ্চা, তুই প্রযুক্তির দেবতাদের মস্তিষ্ককে প্রথম প্রজন্মের নোকিয়া বলছিস? তোর এত বড় সাহস! সালা গরীবস!

ইয়েস! আপনি ঠিকই শুনেছেন। ইলন মাস্ক অথবা বিলগেটসের মস্তিষ্ক ডিজিটাল যুগে বিবর্তিত হয়নি, তাদের মস্তিষ্কের রিওয়ার্ড সার্কিট বিবর্তিত হয়েছিল ৫০০ মিলিয়ন বছর পূর্বে সামুদ্রিক ওয়ার্মদের মধ্যে। মস্তিষ্কের এই অংশটি এতটাই পুরাতন ও আদিম ব্র্যান্ডের যে বিলগেটস অথবা ইলন মাস্কের পক্ষে কোনোদিন ধনী হওয়া সম্ভব না!!

আপনি এবার প্রশ্ন করতে পারেন, এটা কেমনে সম্ভব? জি হ্যাঁ! আমি ঠিকই বলছি। ৫০০ মিলিয়ন বছর পূর্বে সমুদ্রে বিপুল প্রতিযোগিতা ও খাবারের অভাব ছিল। ২০০ মিলিয়ন বছর আগেও আমাদের পূর্বসূরিরা ডায়নোসরদের অত্যাচারে অতিষ্ঠ ছিল, তারা ঠিকঠাক খেতে পারেনি, তাদের পারসোনাল কোনো প্রপার্টি ছিল না। তারা সবসময় নিজের অস্তিত্ব নিয়ে আতঙ্ক ও ভয়ে ছিল। আড়াই মিলিয়ন বছর পূর্বের হোমো হ্যাবিলিস থেকে শুরু করে ১০,০০০ বছর পুর্বের হোমোস্যাপিয়েন্স পর্যন্ত আমাদের পূর্বসুরিরা নিরবচ্ছিন্নভাবে খাবারের অভাব ভোগ করেছিল!

২ লাখ বছর পূর্বে পৃথিবীতে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেই দুর্ভিক্ষে নিয়ান্ডারথাল, ড্র্যাগনম্যান এবং হোমো স্যাপিয়েন্সের খুব বড় একটি অংশই বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা ফসিল ডেট ব্যাক করে দেখেছিলেন, এই সময় আফ্রিকাতে জনসংখ্যা ছিল বড়জোর ২০ হাজার। ইলন মাস্ক অথবা বিলগেটসের মস্তিষ্কের সার্কিটগুলো ঠিক এই সময় বিবর্তিত হয়েছিল, এগুলো ডিজিটাল যুগের ডিজিটাল সার্কিট নয়।

আমাদের ব্রেন রিওয়ার্ড সার্কিট প্রকৃতি এমনভাবে ডিজাইন করেছে যে, তুমি যাই পাও, তার থেকে বেশি কিছু চাও, তোমরা অধিক সংখ্যক সম্পত্তির জন্য প্রতিযোগিতা কর, তোমাদের কাছে বিপুল প্রপার্টি থাকলেও, তোমরা আরও বেশি বেশি পপার্টি অনুসন্ধান কর। প্রকৃতি নিজেই আমাদের মস্তিষ্কের সার্কিটগুলোর ভেতর অভাব ও দারিদ্রতা খোদাই করে দিয়েছে, যেন আমরা দুর্ভিক্ষের সময় খাবারের অভাব মোকাবিলা করার জন্য একে অন্যের সাথে নিষ্ঠুর প্রতিযোগিতা করতে পারি।

আপনাকে আমি সমগ্র ইউনিভার্স দিয়ে দিলেও আপনার অভাব ও দারিদ্রতা দূর হবে না কারণ আপনার ব্রেন এখনো বিলিয়নিয়ার এবং বিলগেটস এই দুটি কনসেপ্ট বোঝে না। আমাদের ব্রেন অভাব ও দারিদ্রতা বোঝে, আমাদের মস্তিষ্ক এখনো বোঝে না, ধনী হওয়া আসলে কী।

বিলগেটস এবং ইলন মাস্ক বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হওয়ার পরও তাদের অভাব আছে, তাদের ভেতর থেকে অভাবের অনুভূতি বিলুপ্ত হয়নি। তাদের অবচেতন মন বুঝতে পারছে না যে তারা ধনী। এখান থেকে প্রমাণিত হয় যে ধনী বলতে পৃথিবীতে কোনো মানুষ নেই। পৃথিবীর সকল মানুষই গরীবস ও ফকিন্নির ট্রেন, কারণ আমাদের মস্তিষ্ক এখনও নিজেকে বিলিয়নিয়ার পর্যায়ে আনতে পারেনি।

আমাদের ব্রেন অভাব ও দারিদ্রতাকে বোঝার জন্য বিবর্তিত, আর তাই কোটি কোটি ডলার ইনকাম করার পরও, এটি আমাদের অভাব ও দারিদ্রতার অনুভূতিই দেখায়, এটি আমাদের পরিপূর্ণতা ও সমৃদ্ধির অনুভূতি দেয় না।

এজন্যই বলা হয়েছে, বিল গেটস ও ইলন মাস্কের মস্তিষ্ক প্রথম প্রজন্মের নোকিয়া, তারা চিরকাল ফকিন্নির ট্রেনই থেকে যাবে।

Read more: বিস্তারিত জানতে পড়ুন আমার বই “প্রস্তর যুগ থেকে স্ক্রিনওয়ার্ল্ড”। সংগ্রহ করুন এখান থেকে – Hyperspace: The Dimension Hoppers

More Article:

নারী কেন জনি সিন্সকে ভয় পায় আর পুরুষ কেন পুলিশে বিশ্বাস করে না?