Can't find our books? Click here!
পর্নোগ্রাফি স্পার্ম কোয়ালিটি বুস্ট করে?

অর্গাজমের সময় কেন সেন্স অব প্রেজেন্ট কাজ করে?

The Molecule of More: How a Single Chemical in Your Brain Drives Love, Sex, and Creativity―and Will Determine the Fate of the Human Race. Part: Five

দেহের প্রতি গভীর প্রত্যাশা এবং ঘনিষ্ঠতার আনন্দ থেকে যৌনতার পর্যায়গুলো প্রেমকে পুনরুদ্ধার করে।  সেক্স ভালোবাসাকে দ্রুত সামনে নিয়ে যায়। সেক্স শুরু হয় টেস্টোস্টেরন হর্মোন চালিত ডোপামিনার্জিক আকাঙখা থেকে। ডোপামিনার্জিক অভিজ্ঞতার অংশ হিসেবে যৌন উত্তেজনা  ভবিষ্যতের দিকে জাগ্রত হতে থাকে। আমরা জানি ডোপামিন ভবিষ্যৎ প্রত্যাশার সাথে জড়িত। শারীরিক সংস্পর্শে আসার পূর্ব পর্যন্ত এটি আপনার মধ্যে যৌন উত্তেজনাকে ক্রমশ বৃদ্ধি করতেই থাকবে। যখন আপনি আপনার সঙ্গীর শরীর স্পর্শ করবেন ঠিক তখনই Here and Now কেমিক্যাল বা H & N অ্যাক্টিভ হবে। আর Future Anticipation কেমিক্যাল ডোপামিন তখন ক্রমশ দূর্বল হয়ে যায়।


 এ জন্য এ অবস্থায় সঙ্গীর শরীর স্পর্শ করার পর আপনার মধ্যে ভবিষ্যতের থেকে বর্তমান অনুভূতি তীব্র হয়ে উঠবে। আপনার মনে The Sense of Now কাজ করবে। অনেকেই বলেন, সেক্স করার সময় তারা শুধু এই মুহূর্তকে উপলব্ধি করে যার কারণ সম্ভবত এটাই। এই ধরণের সংবেদনগত আনন্দের অনুভূতি জাগানোর জন্য প্রধানত এন্ডোরপিন রিলিজ হয়৷  যেটি একটি হেয়ার এন্ড নাউ মলিকিউল। সেক্সচুয়াল কার্যক্রম শেষে যখন অর্গাজম হয় এটি সম্পূর্ণরূপে একটি Here and Now অভিজ্ঞতা। এ সময় বর্তমানের আনন্দদায়ক অনুভূতির সাথে জড়িত এন্ডোরপিন এবং অন্যান্য নিউরোট্রান্সমিটার একত্রিত হয় ডোপামিনকে  শাট ডাউন করে রাখে। 

এ ট্রান্সজিশন পরীক্ষামূলকভাবে প্রমাণিত। ন্যাদারল্যান্ডের নারী ও পুরুষদের মস্তিষ্কে স্ক্যানার রেখে যখন অর্গাজম স্টিমুলেট করা হয় তখন দেখা যায় যে সেক্সচুয়াল ক্লাইম্যাক্স প্রি-ফ্রন্টাল কর্টেক্সের এলাকায় অ্যাক্টিভিটি হ্রাস করে দিচ্ছে। এটি হলো মস্তিষ্কের সে এলাকা যেটি ডোপামিন নিউরোট্রান্সমিটার দ্বারা শাসিত। প্রি-ফ্রন্টাল কর্টেক্সই আমাদের আচার আচরণের উপর ঐচ্ছিক সীমাবদ্ধতা আরোপ করার জন্য দায়ী।  যদি প্রি-ফ্রন্টাল কর্টেক্সের অ্যাক্টিভিটি হ্রাস পায় তবে আপনি আপনার আচরণের উপর নিয়ন্ত্রণ হারাবেন। তাছাড়া এ প্রি-ফ্রন্টাল কর্টেক্সের কারণেই আমরা ফোর্থডায়মেনশন বা সময়ের ফিউচার ডিরেকশন সিমুলেট করতে পারি। প্রি-ফ্রন্টাল কর্টেক্স যদি না থাকতো তবে আমরা  ভবিষ্যতের সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে চিন্তা করতে পারতাম না। এ কর্টেক্স সক্রিয় থাকলেই কেবল আমরা বর্তমানের কারাগার থেকে বেরিয়ে গিয়ে অস্তিত্বহীন ভবিষ্যৎ নিয়ে কল্পনা ও প্রত্যাশা তৈরি করতে পারি। আনুমানিক ২ মিলিয়ন বছর পূর্বে  আমাদের পূর্বসূরি হোমো হেবিয়েলসদের মস্তিষ্কে এ কর্টেক্স বিবর্তিত হয়।  তার আগে আমাদের পূর্বসূরিরা মিলিয়ন মিলিয়ন বছর Sense of Today তে ছিল। তাদের মধ্যে আগামীকালের উপলব্ধি কাজ করতোনা।  আমরা জানি আগামীকালের প্রত্যাশা ও ফ্যান্টাসিকে ড্রাইভ করে ডোপামিন, এজন্য ডোপামিনকে ভবিষ্যৎ প্রত্যাশার অণু বলা হয়। এই এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণ হয় যে, প্রি-ফ্রন্টাল কর্টেক্সের মূল শক্তি এই ডোপামিন দূর্বল হয়ে যাওয়ার কারণেই সেক্সের সময় প্রি-ফ্রন্টাল কর্টেক্সের অ্যাক্টিভিটি হ্রাস পায়। আর আমাদের মস্তিষ্কের রিলাক্সেশন কন্ট্রোল Here and Now কেমিক্যাল অ্যাক্টিভেশনকে অনুমোদন দেয় যেগুলোর মধ্যে আছে সেরেটোনিন, অক্সিটোসিন ও এন্ডোরপিন। নারী ও পুরুষ নির্বিশেষে এ এক্সপেরিমেন্ট প্রমাণিত।  অল্পকিছু ব্যাতিক্রম ছাড়া বিজ্ঞানীরা দেখতে পান ডোপামিন বন্ধ হয়ে যায় এবং Here and Now অণু চালু হয়।

 
কিন্তু কিছু মানুষের পক্ষে আবেগীয় ভালোবাসা পেরিয়ে সহচর ভালোবাসায় যাওয়া একটু কঠিন( আমাদের দেশে স্বামী স্ত্রীকেই আমরা সহচর জানি)।  কারণ কিছু কিছু মানুষের ব্রেন ডোপামিন ড্রাইভ। এজন্য তারা সেক্সের সময় ডোপামিনের আধিপত্য থেকে বেরিয়ে H & N স্টেটে আসতে পারেনা। যে সকল নারী ও পুরুষ  ডোপামিন ড্রাইভ তাদের প্রি-ফ্রন্টাল কর্টেক্স অনেক সক্রিয়, আর তারা তখনও বিভিন্ন চিন্তা ও কল্পনা দ্বারা আক্রান্ত থাকে। এজন্য তারা সেক্স করার সময়ও কিছুতেই তাদের চিন্তা থামিয়ে অনুভবের জগতে প্রবেশ করতে চায়না। এটি একটি মানসিক সংকট। তারা অনুভব করার চেয়ে, অনেক বেশি চিন্তা ও কল্পনা দ্বারা জর্জরিত। যে জন্য তারা সঠিকভাবে অন্তঃরঙ্গ হতে পারে না। আপনার প্রেমিক/ প্রেমিকা যদি এমন হয় এ দায় কী আপনি তার উপর চাপিয়ে দিতেন? 


যখন H&N নিউরোট্রান্সমিটার আমাদেরকে বাস্তবতার অভিজ্ঞতা প্রদান করে __এবং সে বাস্তবতায় যখন সেক্স খুবই তীব্র হয়___ডোপামিন তখন বাস্তবতার উপর ভাসতে থাকে।  এটি সবসময় নতুনত্বের ভেলকি দেখায়,  আর একটু ভালোকিছু।  নতুন কোনো প্রলোভন যোগ করার জন্য। বাস্তবতার বিকল্প ভার্সনগুলোকে এটি নিয়ন্ত্রণ করে। যদিও তার এ কাল্পনিক জগত অসম্ভব কিন্তু সেটি কোনো সমস্যা নয়। ডোপামিন সবসময় আমাদের অলিক মূর্তি বা ফ্যান্টম শিকারের জন্য তাড়া করে। আর আমরা ফ্যান্টমের পিছে পিছে দৌড়াতে থাকি। 


সেক্সচুয়াল এনকাউন্টারের সময়,  বিশেষ করে চলমান সম্পর্কের ক্ষেত্রে, আমরা বারবার ফ্যান্টম শিকারে বের হই। ১৪১ জন মহিলার উপর পরিসংখ্যান করে জানা যায় তাদের মধ্যে ৬৫ শতাংশ ইন্টারকোর্সের সময় দিবাস্বপ্ন দেখে যে তারা অন্য কোনো ব্যক্তিতে পরিণত হয়ে গেছে অথবা তারা সেক্স নয় সম্পূর্ণ ভিন্নকিছু করছে।  অন্য একটি স্টাডি বলছে এ সংখ্যা ৯২ শতাংশ।   পুরুষরাও নারীদের মতোই সেক্সের সময় দিবাস্বপ্ন দেখে এবং যতবেশি সেক্স করে ততবেশি তাদের দ্বিবাস্বপ্নের পরিমাণ বেড়ে যায়। এটা খুবই হাস্যকর যে ,যে ব্রেন সার্কিট আমাদেরকে বিছানায় শোয়ানোর জন্য শক্তি ও অনুপ্রেরণা দেয় পরবর্তী সময়ে সেটি কিছুটা অন্যরকম ভাবে আমাদের সাথে মজা করে। এর মানে হলো সেক্স করার সময় যদিও Here and Now কেমিক্যাল সক্রিয় হয় আমাদেরকে বর্তমানের আনন্দের উপলব্ধি প্রদানের মধ্য দিয়ে ডোপামিন তখন তার সক্রিয় রুলসে থাকেনা কিন্তু এটি পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যায়না। সেক্স চলাকালীন আমাদের মস্তিষ্কের ভেতর সে মজার সব ফ্যান্টম জন্ম দেয়। কখনো আপনার মনে হবে এ যেন আপনি নয় অন্য কেউ আবার কখনো মনে হবে আপনি অন্য কোনো কাজ করছেন, সেক্স নয়। 


কেন আপনার মা চায় আপনি বিয়ের পূর্ব পর্যন্ত অপেক্ষা করেন? 


বিভিন্ন সংস্কৃতিতে বিয়ের সময় সীমা বিভিন্ন রকম।  কিন্তু তারপরও অজস্র মা আছেন যারা চায় তাদের সন্তান নিজেদের যৌনতাকে বিয়ের পূর্ব পর্যন্ত সংরক্ষণ করুক। আমরা অনেকে এ ধরণের পিতামাতাকে মূর্খ ও ব্যাকডেটেড বলি। আমাদের সংস্কৃতিতে বিবাহবহির্ভূত প্রেম ও যৌনতাকে ধর্মীয়ভাবে অনৈতিক মনে করা হয়। মূলত নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার একটি বড় অংশই রয়েছে বিয়ের পূর্বের যৌনতাকে প্রতিহত করার জন্য। প্রশ্ন হলো, এ ধরণের দীর্ঘ অপেক্ষার পেছনে কোনো বিবর্তনীয় উপযোগিতা আছে, যা আপনার ব্রেন কেমেস্ট্রির উপর নির্ভরশীল? 


টেস্টোস্টেরন ও ডোপামিন রিলেশনশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেগীয় ভালোবাসার সময় H&N মলিকিউলের মধ্যে একমাত্র টেস্টোস্টেরন  ডোপামিনের অনুকূলে অবদমিত হয় না। প্রকৃতপক্ষে এ দুটো একত্রিত হয়ে  পারপেচুয়াল মোশন মেশিনের মত একসাথে কাজ করে যা আমাদের মধ্যে রোম্যান্সের ফিলিংস বৃদ্ধি করে। আবেগীয় ভালোবাসা সাধারণত সেক্সের আকাঙখা বৃদ্ধি করে। টেস্টোস্টেরন আকাঙ্খার গতিবৃদ্ধি করে।  আকাঙ্খা যত বৃদ্ধি পায় আবেগীয় ভালোবাসা ততই তীব্র হয়। এরমানে হলো আপনি যদি সেক্সচুয়াল স্যাটিসফেকশনকে অস্বীকার করেন এটি সম্পর্কে আবেগের পরিমাণ আরো বাড়িয়ে তোলে__ যদিও এ আবেগ বৃদ্ধির জন্য সেক্সচুয়াল সন্তুষ্টি থেকে চিরকার দূরে থাকার কোনো প্রয়োজন নেই, প্রকৃতপক্ষে কোনো তাৎপর্যপূর্ণ উৎসর্গ ছাড়াই, এই ফলাফল রিয়েল।।  এই কেমিক্যাল এক্সপ্লেইনেশন সম্ভবত লক্ষ লক্ষ বছর পূর্বেও আমাদের আচরণের ভিত্তি ছিল যা আজ আমরা দেখি। দীর্ঘকাল সেক্সের জন্য অপেক্ষা করা ভালোবাসার উত্তেজনাকর একটি পর্যায়। অনেক দীর্ঘতর দূরত্ব এবং সেক্সচুয়াল সন্তুষ্টির প্রতি উপেক্ষা একটি রাসায়নিক ব্যাবসা।  আবেগ থেকে দূরে থাকলে আবেগ আরও বৃদ্ধি পায়। যদি মা চায় তার সন্তান বিয়ে করুক তবে আবেগ অ্যামপ্লিফাই বা বৃদ্ধি করা সম্পর্ককে স্থিতিশীল করার একটি মাধ্যম। ডোপামিন ফ্যান্টাসিকে বাস্তবতায় পরিণত হতে দেয়না, এটি হেয়ার এন্ড নাউ মলিকিউলকে শাটডাউন করে রাখে এবং ডোপামিনই রোম্যান্টিক ভালোবাসার ড্রাইভিং মলিকিউল। এখন প্রশ্ন হলো, কী করলে ডোপামিন বৃদ্ধি পাবে: এ মুহূর্তেই সেক্সে সম্মতি প্রদান করলে নাকি ভবিষ্যৎ সময়ের জন্য অপেক্ষা করলে? আপনার মা এই প্রশ্নের উত্তর জানেন। যদিও একমাত্র আপনিই এখন জানেন,  এটা কেন! 


ডোপামিনের নিকনেইমঃ 


ডোপামিনের নিকনেইম হলো “The pleasure Molecule” যেটি আসক্তিকর ড্রাগ দ্বারা এক্সপেরিমেন্টালি প্রমাণিত। এই ড্রাগ মস্তিষ্কের ডোপামিন সার্কিটকে  লাইট আপ করে এবং অংশগ্রহণকারীদের মধ্যে উল্লাস তৈরি করে। এ কথা ততক্ষণ পর্যন্ত সহজ ছিল যতক্ষণ না আমরা প্রাকৃতিক পুরস্কার ডোপামিন দ্বারা এক্সপেরিমেন্ট পরিচালনা করেছি। আমরা দেখেছি যে কেবল অপ্রত্যাশিত পুরস্কার(  Unexpected Reward)  ডোপামিন নি:স্বরণ উদ্দীপিত করে। ডোপামিন রিওয়ার্ডকে জবাব দেয়না এটি পুরস্কারের পূর্বাভাসের ভুলকে( Prediction Error)   জবাব দেয়: প্রকৃত পুরস্কার বিয়োগ প্রত্যাশিত পুরস্কার। 


আর এজন্যই আমাদের ভালোবাসা চিরকাল টেকেনা। যখন আমরা প্রেমে পড়ি আমরা আমাদের ভালোবাসার মানুষের উপস্থিতিতে আমাদের ভবিষ্যতকে সুন্দর করে তোলার স্বপ্ন দেখি। এটি একটি কাল্পনিক বাস্তবতা যা বার থেকে আঠার মাস পর আমাদের নিকট বাস্তবতার বোধ তৈরি করে। অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যায়, এবং নতুন করে ডোপামিনার্জিক থ্রিলের অনুসন্ধান শুরু হয়। বিকল্পভাবে আবেগীয় ভালোবাসা ক্রমশ স্থিতিশীল হয়ে উঠে। এটি একটা সময় সহচর ভালোবাসায় পরিণত হয়, যেটি ডোপামিন থ্রিলের মত নয়__কিন্তু এটি আপনাকে দীর্ঘস্থায়ী সুখ প্রদান করে  H&N নিউরোট্রান্সমিটারের উপর ভিত্তি করে যেখানে রয়েছে অক্সিটোসিন, ভেসোপ্রেসিন ও এন্ডোরপিন।  এটি আমাদের পুরাতন আড্ডাঘরের মত__রেস্তোরাঁ, দোকান, এমনকি শহর। এগুলোর প্রতি আমাদের মমতা আসে পরিচিত পরিবেশে আনন্দ নেয়া থেকে: সে স্থানের প্রকৃত ভৌত প্রকৃতি। আমরা পরিচিত কোনোকিছুকে উপভোগ করি এটি কী হতে পারে সেজন্য নয় বরং এটি কী সেজন্য। এটি একমাত্র দীর্ঘস্থায়ী রিলেশনশিপের ভিত্তি আর তা হলো সম্পর্কের উপর সন্তুষ্ট থাকা। ডোপামিন হলো এমন একটি নিউরোট্রান্সমিটার যার কাজ ভবিষ্যতের পুরস্কারকে ম্যাক্সিমাইজ করা__যেটি আমাদের প্রেমের যাত্রাপথ শুরু করে। এটি আমাদের আকাঙ্খা বৃদ্ধি করে, আমাদের কল্পনাকে আলোকিত করে এবং এটি আমাদেরকে ভাস্বর প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের দিকে নিয়ে যায়। কিন্তু যখন ভালোবাসার প্রশ্ন আসে, ডোপামিন তখন একে শুরু করে, শেষ করেনা। এটি কখনোই সন্তুষ্ট হয়না। ডোপামিন কেবল বলে আমার ‘আরও চাই’। 

আগের পর্ব:

তথ্যসূত্রঃ